ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার 'ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট' হিসেবে দাবি করেছেন। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক বিশেষ সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে মার্কিন বাহিনী। এই ঘটনার কয়েক দিন পরেই ট্রাম্পের পক্ষ থেকে এমন ঘোষণা এলো। খবর আনাদুলু এজেন্সি।
রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি নিজেকে ২০২৬ সালের জানুয়ারি থেকে দক্ষিণ আমেরিকার এই দেশটির ভারপ্রাপ্ত নেতা হিসেবে তুলে ধরেন।
উল্লেখ্য, মাদক পাচার এবং অস্ত্র সংক্রান্ত অপরাধে নিউইয়র্কের আদালতে বিচারের মুখোমুখি করার জন্য গত ৩ জানুয়ারি মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর ট্রাম্প জানিয়েছিলেন যে, একটি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তার প্রশাসনই ভেনেজুয়েলা এবং দেশটির বিশাল তেল সম্পদ 'পরিচালনা' করবে।
মাদুরো বন্দি হওয়ার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তবে এই কঠিন সময়ের মধ্যেও দেশটির নতুন সরকার ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক ও নিরাপত্তা দল কারাকাস সফর করেছে, যাতে সেখানে পুনরায় মার্কিন দূতাবাসের কার্যক্রম শুরু করার সম্ভাবনা যাচাই করা যায়।