ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক © সংগৃহীত
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর উদ্যোগ নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ইরানে পাঠানোর বিষয়ে স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে ইরান সরকার প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ায় দেশটির সঙ্গে বাইরের বিশ্বের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যদি সম্ভব হয়, আমরা ইরানে ইন্টারনেট চালু করার চেষ্টা করব। এ সময় তিনি ইলন মাস্কের দক্ষতার প্রশংসা করে বলেন, এই ধরনের কাজে ইলন খুবই দক্ষ। আপনাদের সঙ্গে কথা শেষ করেই আমি তাকে ফোন করব।
উল্লেখ্য, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। তবে অল্প সময়ের মধ্যেই তা সরকারবিরোধী ব্যাপক আন্দোলনে রূপ নেয়। ইরান সরকার অভিযোগ করছে, এই বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইন্ধন জোগাচ্ছে।
এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় ইরানের ভেতরের পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য ও স্বাধীন তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক মহল এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল