ভারতের গোয়ায় নৈশক্লাবে পার্টি চলাকালে আগুন, প্রাণ গেল ২৩ জনের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ AM
ভারতের গোয়ার নৈশক্লাবে পার্টি চলাকালীন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ক্লাবের একতলার রান্নাঘরে এ আগুনে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ২৩ জনের। অধিকাংশই নৈশক্লাবের কর্মী এবং ঘটনার সময় আটকে পড়েছিলেন রান্নাঘরে। তিন থেকে চার জন পর্যটকও রয়েছেন বলে কয়েকটি সূত্রের দাবি।
এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। নিহতদের পরিবারের জন্য দুই লাখ করে এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরায় জনপ্রিয় নৈশক্লাব বির্চ। শনিবার রাত ১২টার পরে সেখানে আচমকা আগুন লাগে। তখন রাতের অনুষ্ঠান চলছিল। অনেক পর্যটকও ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সিলিন্ডার ফেটেই অগ্নিকাণ্ড ঘটেছে। এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি।
আগুন লাগার খবর পেয়ে সাধারণ মানুষ এবং পর্যটককে ক্লাব থেকে নিরাপদে বার করে আনা হয়। কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল কর্মীরা। একাধিক ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে রবিবার ভোর হয়ে যায়।
আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপের সূচি ঘোষণা: আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ কবে-কখন
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনার পর সমাজমাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘এটা গোয়ার জন্য খুব হৃদয়বিদারক দিন। আরপোরায় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণ গিয়েছে। আমি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘গোয়ার অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক। যাঁরা প্রিয়জনকে হারালেন, তাঁদের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। রাজ্য সরকার সম্ভাব্য সব ধরনের সাহায্য করছে।’
গোয়ার ডিজিপি অলোক কুমারও ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, একতলার রান্নাঘরেই আগুন সীমাবদ্ধ ছিল। অন্যত্র খুব বেশি ছড়ায়নি। বেশিরভাগ দেহ উদ্ধার করা হয়েছে রান্নাঘর থেকে। নিহতরা নৈশক্লাবের কর্মচারী। সিঁড়ি থেকে দুটি দেহ উদ্ধার করা হয়েছে।’ খবর: আনন্দবাজার।