আমিরুলের হ্যাটট্রিকে শক্তিশালী কোরিয়াকে হারাল বাংলাদেশ

০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ AM
বাংলাদেশ হকি দল

বাংলাদেশ হকি দল © সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত যুব হকি বিশ্বকাপে জয়ের ধরা বজায় রেখেছে বাংলাদেশ হকি দল। শনিবার (৬ ডিসেম্বর) ভারতের মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে কোরিয়াকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব ২১ হকি দল।

এই ম্যাচ পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর দারূণ এক গল্প লেখেছে বাংলাদেশ হকি দল। জয়ের নায়ক আমিরুল ইসলাম। এদিন ম্যাচের ১০ মিনিটে লি মিন হিয়কের গোলে এগিয়ে যায় কোরিয়া। দ্বিতীয় কোয়ার্টারের ২০ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করে তিনি। এরপরই শুরু হয় আমিরুলের স্টিকে ঘুরে দাঁড়ানোর গল্প। 

২১ মিনিটে পেনাল্টি কর্নার পেতেই আশার আলো দেখতে শুরু করে বাংলাদেশ। আমিরুলও হতাশ করেননি। ২৪ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নারকে গোলে রূপান্তর করেন এই ডিফেন্ডার। এই গোল ম্যাচে আনেন সমতা। 

তৃতীয় কোয়ার্টারে অবশ্য দুটি পেনাল্টি কর্নার পেলেও, তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৩৫ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে এগিয়ে দেওয়ার পাশাপাশি হ্যাটট্রিকের স্বাদ নেন আমিরুল। জুনিয়র হকি বিশ্বকাপে এটি তার চতুর্থ হ্যাটট্রিক। সবমিলিয়ে টুর্নামেন্ট সর্বোচ্চ ১৫ গোল। 

বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর টানা ৫টি পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি কোরিয়া। চতুর্থ কোয়ার্টারে ৫২ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান ৪-২ করেন ওবায়দুল জয়। ৫৩ মিনিটে মিন হিয়ক নিজের হ্যাটট্রিক পূরণ করলেও তা কেবল সান্ত্বনাই এনে দিয়েছে কোরিয়ার জন্য। কারণ ৬০ মিনিটে বাংলাদেশের হয়ে পঞ্চম গোলটি করেন রাকিবুল হাসান রকি।

এই জয়ের পর ১৭ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করা থেকে কেবল এক ধাপ দূরে বাংলাদেশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ১৭তম স্থান নির্ধারণীর ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে মেহরাব হোসেন সামিনের দল।

‘একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন’
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে …
  • ০৩ জানুয়ারি ২০২৬
মানবিক কাজের মাধ্যমে নতুন বছরকে বরণ রুয়েট শিক্ষার্থীদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
জাতিসংঘের এসডিজি চ্যাম্পিয়নশিপে স্বীকৃতি পেলেন ড্যাফোডিল শি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
শিল্পী ওবায়দুল্লাহ তারেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্ত্রীর ফ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!