শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়াবিদ

০২ জানুয়ারি ২০২৬, ১১:০২ AM
ঢাকাসহ সারা দেশে চলমান তীব্র শীত

ঢাকাসহ সারা দেশে চলমান তীব্র শীত © সংগৃহীত

ঢাকাসহ সারা দেশে চলমান তীব্র শীত, ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও শীত ও শৈত্যপ্রবাহ পরিস্থিতি নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরের মধ্যে কুয়াশার ঘনত্ব কমে তাপমাত্রা কিছুটা বাড়বে।

শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে একান্ত আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভারী কুয়াশা আজ দুপুরের দিকে কেটে যাবে। এখন যে অবস্থাটা আছে, ইতোমধ্যে রংপুর, রাজশাহী, খুলনা অঞ্চলে কুয়াশা কেটে গেছে। সিলেট ও ময়মনসিংহের কিছু অংশেও কুয়াশা কেটে গেছে। দুপুরের মধ্যে সার্বিকভাবে কুয়াশা কমে যাবে। তবে সামগ্রিকভাবে বলতে গেলে কুয়াশা এখনই পুরোপুরি বন্ধ হবে না, কয়েকদিন থাকবে।’

আরও পড়ুন: আপনার এনআইডি দিয়ে কয়টি মোবাইল নিবন্ধিত, জানবেন যেভাবে

তিনি আরও বলেন, ‘রাতের সর্বনিম্ন তাপমাত্রা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত ধীরে ধীরে বাড়বে। অর্থাৎ রাত এবং দিনের তাপমাত্রা এই কয়েকদিন তুলনামূলক একটু বেশি থাকবে। তবে ৬ জানুয়ারি সকাল থেকে ১২ জানুয়ারি পর্যন্ত আবার তাপমাত্রা কমতে পারে।’

বর্তমান শৈত্যপ্রবাহ প্রসঙ্গে তিনি জানান, ‘গত তিনদিন ধরেই শৈত্যপ্রবাহ চলছে। আজ সাতটি জেলায় শৈত্যপ্রবাহ আছে। প্রথম দিন ৩১ ডিসেম্বর বরিশাল, খুলনা বিভাগসহ আরো কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ ছিল। পরে তা কমেছে। আজও গতকালের তুলনায় কম এলাকায় রয়েছে। তবে ৬ জানুয়ারি থেকে ১২ জানুয়ারির মধ্যে আবার শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে এবং দু’একটি জায়গায় তীব্র শৈত্যপ্রবাহও হতে পারে। গতবারের তুলনায় এবার শীত বেশি পড়ছে বলেও জানান তিনি’

এ ছাড়া আজ মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিতও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
মিরসরাইয়ে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে বিএনপির …
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9