ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

০২ জানুয়ারি ২০২৬, ১১:০০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে। রাতভর ঝরছে ঘন কুয়াশা, যা অনেকটা হালকা বৃষ্টির মতো অনুভূত হচ্ছে। সকাল গড়ালেও সূর্যের দেখা মিলছে না, কুয়াশার চাদরে ঢাকা রয়েছে চারপাশ। কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।

আবহাওয়া অফিস জানায়, এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিন ধরেই এ অঞ্চলে শীতের অনুভূতি তুলনামূলক বেশি। দিনের বেলায় মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর ঠান্ডার প্রকোপ আবার বাড়ছে।

আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। সে অনুযায়ী বর্তমানে পঞ্চগড় ও আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৪ শতাংশ। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

তিনি আরও বলেন, চলমান এই শীত পরিস্থিতি জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আন্টার্কটিকায় বরফের দুই কিলোমিটার নিচে সন্ধান মিলল সাড়ে তিন…
  • ০২ জানুয়ারি ২০২৬
আগামীকাল থেকে ইআবির অধীনে কামিল পরীক্ষা শুরু
  • ০২ জানুয়ারি ২০২৬
ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ, শুরু কখন—জানালেন আবহাওয়াবিদ
  • ০২ জানুয়ারি ২০২৬
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ…
  • ০২ জানুয়ারি ২০২৬
জিয়া উদ্যানে শোকের আবহ, খালেদা জিয়ার কবর জিয়ারতে নেতাকর্মীদ…
  • ০২ জানুয়ারি ২০২৬
সীমান্তে নিজের রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!