শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী © ফাইল ছবি
শীতকালীন অবকাশ, মহান বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে টানা ছুটি কাটিয়ে বছরের প্রথম দিন থেকেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে। দীর্ঘ ছুটির পরে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, সরকারি ও বেসরকারি কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। দীর্ঘ বিরতির পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও লক্ষ্য করা গেছে।
এর আগে, শীতকালীন অবকাশসহ একাধিক ছুটি মিলিয়ে বছরের শেষ মাসে ছুটিতে যায় সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভিন্ন ভিন্ন দিনে এ ছুটি শুরু হয়।
প্রাথমিক বিদ্যালয়ে ১১ ডিসেম্বর থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকদের আন্দোলনের কারণে যেসব বিদ্যালয়ে নির্ধারিত সময়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, সেসব বিদ্যালয়ে ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র ও শনিবার ছাড়া ৩ দিন) ছুটি বাতিল করা হয়। ফলে অনেক প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর শেষ হয়।
আরও পড়ুন: অনেক মিডিয়া নতুন ঠিকানা খুঁজছে, জামায়াত আমিরের বৈঠকের সংবাদ নিয়ে সারজিস
মাধ্যমিকের ছুটির তালিকা অনুযায়ী, ১৪ ডিসেম্বর থেকে শুরু হয় ২০২৫ সালের শেষ ছুটি, যা শেষ হয় ২৮ ডিসেম্বর। যদিও এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ ছিল। ছুটি শেষে ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হয়।
দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতেও ছুটি শুরু হয় ১৪ ডিসেম্বর, যা শেষ হয় ২৮ ডিসেম্বর। অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষার ছুটির তালিকা অনুযায়ী, দেশের সরকারি-বেসরকারি (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদ্রাসাগুলোতে ১৪ ডিসেম্বর থেকে ছুটি শুরু হয় এবং শেষ হয় ২৮ ডিসেম্বর।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাহী আদেশে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বুধবারের জন্য বন্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার।