শিক্ষার্থী © ফাইল ছবি
২০২৬ সালে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে বিতর্ক পিছু ছাড়ছেই না। শিক্ষাপঞ্জি অনুযায়ী আসন্ন রমজানের অর্ধেক পর্যন্ত স্কুল খোলা থাকবে। তবে পুরো রমজান মাস জুড়েই বন্ধ থাকবে কলেজ। এটিকে বৈষম্য বলে মনে করছেন শিক্ষক-অভিভাবকরা।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে কলেজের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৬ দিনের ছুটি রাখা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি থেকে এ ছুটি শুরু হয়ে চলবে ২৫ মার্চ পর্যন্ত।
তবে স্কুলের ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে সবচেয়ে বড় ছুটি আগামী ৮ থেকে ২৬ মার্চ মোট ১৯ দিনের। এসব ছুটি রমজান, ঈদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া হয়েছে। ২০২৫ সালে শুক্র এবং শনিবার ছাড়াই রমজান মাসে ২৮ দিন ছুটি ছিল। তবে এবার রমজানের ছুটি দেওয়া হয়েছে শুক্র এবং শনিবার হিসেব করে।
কলেজের ক্ষেত্রে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিন এবং দুর্গাপূজাসহ কয়েকটি পূজার বন্ধ মিলিয়ে ১০ দিনের ছুটি রাখা হয়েছে। সেইসঙ্গে ১১ দিনের শীতকালীন অবকাশ রয়েছে তালিকায়।
স্কুলের ছুটির তালিকায় ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে টানা ১২ দিন। এ ছুটি ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি রয়েছে। গত বছর এই ছুটি ছিল ১৫ দিন।