জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম © ফাইল ছবি
অনেক মিডিয়া আগে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে সার্ভ করতো, এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন ঠিকানা খোঁজা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্য কিছু মিডিয়ায় ভুলভাবে উপস্থাপনেরও সমালোচনা করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন সারজিস আলম।
তিনি লিখেছেন, ‘জামায়াত আমিরের সাথে ভারতীয় দুই কূটনীতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকলি না জানানোর কথা বলেন। জামায়াত আমির প্রতিউত্তরে বলেন- দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে।’এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে।
আরও পড়ুন: অসুস্থকালীন সৌজন্য সাক্ষাতকে ‘গোপন বৈঠক’ হিসেবে প্রচার, নিন্দা জামায়াত আমিরের
সারজিস বলেন, ‘এই তথ্য জামায়াত আমির নিজেই সংবাদ সংস্থা রয়টার্সকে জানান। তারপর সেটা বাংলাদেশের মিডিয়ায় আসে। অথচ আমাদের দেশের তথাকথিত দলকানা ব্যক্তি, গোষ্ঠী, দলীয় পারপাস সার্ভ করা কিছু মিডিয়া হাউজ শিরোনাম করেছে- ‘জামায়াত আমিরের সাথে ভারতের গোপন বৈঠক!’
এই হইলো আমাদের দেশের মিডিয়ার অবস্থা, মন্তব্য করে সারজিস বলেন, ‘এমন অনেক মিডিয়া হাউজ আগে এভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সার্ভ করতো। এখন আবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন ঠিকানা খোঁজা শুরু করেছে!’