অসুস্থকালীন সৌজন্য সাক্ষাতকে ‘গোপন বৈঠক’ হিসেবে প্রচার, নিন্দা জামায়াত আমিরের

০১ জানুয়ারি ২০২৬, ১০:০৩ AM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ১০:১৩ AM
জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও দলীয় লোগো

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও দলীয় লোগো © টিডিসি সম্পাদিত

২০২৪ সালের শুরুতে ভারতীয় কূটনীতিকরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে তথ্য প্রচার করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স। ‘ফেব্রুয়ারির নির্বাচনের পর জাতীয় ঐক্যের সরকারে যোগ দিতে যাচ্ছে ইসলামী দল’ এমন শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতীয় কূটনীতিকরা জামায়াতকে সাক্ষাতের কথা গোপন রাখতে অনুরোধ করেছিলেন, যা জামায়াত আমির নিজেই জানান।

এ প্রেক্ষিতে দেশীয় বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গোপন বৈঠক’-এর কথা প্রচার হলে শুরু হয় ব্যাপক সমালোচনা। এ সমালোচনার জবাবে নিজের ব্যাখ্যা প্রদান করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, ‘সৌজন্য সাক্ষাত’-কে ‘গোপন বৈঠক’ হিসেবে প্রচার করা হচ্ছে। অপপ্রচারের অভিযোগ তুলে তিনি জানিয়েছেন নিন্দাও। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজ অ্যাকাউন্টে তিনি একটি পোস্টের মাধ্যমে এ নিন্দা জানান।

দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্টটি তুলে ধরা হল:

আন্তর্জাতিক মিডিয়া রয়টার্স–কে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন—ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কি না, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কি না।

আরও পড়ুন: পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জারার স্বামী খালেদকে

আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিকবৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে।

আমরা তাদের সঙ্গে আলাপ-আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন, তাদের সকলের বিষয়েই আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই।

আমি বিস্মিত যে, আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমীরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।

ময়মনসিংহে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার
  • ০১ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে বোম্বে সুইটস, কর্…
  • ০১ জানুয়ারি ২০২৬
ক্লাস শুরুর আগেই সেশনজটে শিক্ষার্থীরা, ভর্তি পরীক্ষার ৪ মাস…
  • ০১ জানুয়ারি ২০২৬
বিপিএলে খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নিরবতা
  • ০১ জানুয়ারি ২০২৬
ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, শাস্তি বাড়ল কয়ে…
  • ০১ জানুয়ারি ২০২৬
বছরজুড়ে যেসব ঘটনায় সংবাদের শিরোনাম ইবি ছাত্রদল
  • ০১ জানুয়ারি ২০২৬