২০২৬ সালে প্রাথমিক বিদ্যালয়ের ছুটিও ৬৪ দিন, তালিকা দেখুন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো  © সংগৃহীত ও সম্পাদিত

২০২৬ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ রবিবার (২৮ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে তালিকা প্রকাশ করা হয়। 

তালিকা অনুযায়ী, এ বছর মোট ছুটি রয়েছে ৬৪ দিন। এরমধ্যে সবচেয়ে বড় ছুটি আগামী ৮ থেকে ২৬ মার্চ পর্যন্ত পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মোট ১৯ দিনের।

4c7bbd3b-a4a7-471f-af5c-599dc620e276

এর আগে গত বছর ২০২৫ সালের বাৎসরিক ছুটি ছিল ৭৬ দিন। সেই হিসাবে ২০২৬ সালে ছুটি কমেছে ১২ দিন।

২০২৬ শিক্ষাবর্ষে উল্লেখযোগ্য ছুটির মধ্যে আরও রয়েছে পবিত্র ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ দিন; দূর্গাপুজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিন; শীতকালীন অবকাশ ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) উপলক্ষে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন বন্ধ রাখা হবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!