আজ বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ AM
জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শনিবার (১৮ অক্টোবর) সিলেট ও নড়াইল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় সিলেটের ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণের কাজের জন্য ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত নগরীর লালদিঘীরপাড়, পুলিশ লাইন, ভাতালিয়া, পশ্চিম শেখঘাট, নবীন আবাসিক এলাকা, ভাঙ্গাটিকর, কুয়ারপাড়, ইঙ্গুলাল রোড, লামাবাজার, বিলপাড়, শেখঘাট সরকারি কলোনি, লামাবাজার পুলিশ ফাঁড়ি, ওসমানী মেডিকেল রোড, কাজল শাহ, মুন্সিপাড়া, দরগা মহল্লা, শাপলার গলি, মধুশহীদ, রিকাবীবাজার, উদ্যম আবাসিক এলাকা, নয়াপাড়া, দক্ষিণ কাজলশাহ, ইসকন মন্দির, সৌরভ আবাসিক এলাকা, নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মনিপুরি বস্তি, সাগরদিঘীরপাড়, সুরমা আবাসিক এলাকা, প্রেস ক্লাব, মীরের ময়দান, কেওয়াপাড়া, ডিজিএফআই অফিস, এসএমপি ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি এমসি কলেজ ফিডারের শাহমীর মসজিদ ও আব্দুল মতিন ট্রেডার্স সংলগ্ন এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের-১ এর নির্বাহী প্রকৌশলী গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেছেন।
অন্যদিকে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) জানিয়েছে, নড়াইল জেলায় আজ শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা সাড়ে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে ওজোপাডিকো নড়াইল দফতরের নির্বাহী প্রকৌশলী মো. আবু দারদা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (১৫ অক্টোবর) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে নড়াইল জেলার আওতাধীন সব এলাকায় শনিবার নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ওজোপাডিকোর পক্ষ থেকে জানানো হয়, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত বিদ্যুৎ বিচ্যুতি। সাময়িক এই অসুবিধার জন্য নড়াইল বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকলের সহযোগিতা কামনা করেছে।