ঢাবিতে ২৮৪১ কোটি টাকার প্রকল্প, শিক্ষার্থীদের জন্য হচ্ছে ৯ হল 

১৬ নভেম্বর ২০২৫, ১০:৪৩ AM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৪৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২ হাজার ৮৪১ কোটি টাকায় অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এর আওতায় ছেলে ও মেয়েদের জন্য আলাদা ৯টি আবাসিক হলসহ বিভিন্ন ভবন ও অবকাঠামোর উন্নয়ন করা হবে। আজ রবিবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে অধিকতর উন্নয়ন প্রকল্পের এ হালনাগাদ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। ২ হাজার ৮৪১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় সম্বলিত এ প্রকল্প বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ধাপ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ৫ বছর মেয়াদি এই প্রকল্পের প্রথম অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৬০ কোটি টাকা বরাদ্দ প্রদানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। 

প্রথম ধাপে ছাত্রী ও ছাত্রদের হল নির্মাণের কাজ শুরু করা হবে জানিয়ে বলা হয়েছে, এ প্রকল্পের আওতায় ৩১টি ভবনের স্থাপত্য  (আর্কিটেকচার) ও কাঠামোগত (স্ট্রাকচারাল) ডিজাইনের পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য চলতি নভেম্বর মাসের শেষ দিকে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য বার্ষিক ক্রয় পরিকল্পনা (এপিপি) ইতোমধ্যেই ই-জিপি  (ই-জিপি) পোর্টালে প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (পিএমইউ) সরকারি ক্রয় আইন (পিপিআর), আর্থিক বিধিমালা এবং পরিকল্পনা নির্দেশিকা অনুসরণ করে প্রকল্পের কাজ দ্রুত দৃশ্যমান করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: এইচএসসিতে ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেল ২০১ জন

৫ বছর মেয়াদী প্রকল্পের কাজ ২০৩০ এর মধ্যে শেষ হবে। এ প্রকল্পের অধীনে ৬টি অ্যাকাডেমিক ভবন নির্মাণ, ২ হাজার ৬০০ জন ছাত্রীর জন্য চারটি আবাসিক হল নির্মাণ, ৫ হাজার ১০০ জন ছাত্রের জন্য পাঁচটি আবাসিক হল নির্মাণ, পাঁচটি ছাত্র হলের জন্য এবং চারটি ছাত্রী হলের জন্য হাউজ টিউটর আবাসন সুবিধা তৈরি করা হবে।

আরও জানানো হয়েছে, শিক্ষক ও অফিসারদের জন্য দুটি আবাসিক ভবন নির্মাণ, ৫টি অন্যান্য ভবন (প্রশাসনিক ভবনসহ) নির্মাণ, চারটি জলাধার সংস্কার এবং সৌন্দর্যবর্ধন, বিদ্যমান সার্ভিস লাইন মেরামত ও সংস্কার, একটি খেলার মাঠ উন্নয়ন, ২টি পাবলিক টয়লেট নির্মাণ এবং ড্রেনেজ সিস্টেম ও ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হবে।

মাহফুজ আলমের ভাইকে রামগঞ্জে এনসিপির প্রার্থী করায় জামায়াত ক…
  • ১৮ জানুয়ারি ২০২৬
যশোরে প্রেমের ফাঁদে ফেলে কিশোরী অপহরণ, আটক ৩
  • ১৮ জানুয়ারি ২০২৬
ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের কাছে হারল বাংলাদেশ
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংপুরে গণপিটুনিতে নিহত ২, এবি পার্টির উপজেলা নেতা গ্রেপ্তার
  • ১৭ জানুয়ারি ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৯, আবেদন শেষ ২ ফেব্রু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৪
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9