রাকসুর সর্বশেষ নির্বাচনে জয়ী হয়েছিলেন যারা

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ AM
রাকসুর সর্বশেষ নির্বাচনে বিজয়ী ছাত্র প্রতিনিধি

রাকসুর সর্বশেষ নির্বাচনে বিজয়ী ছাত্র প্রতিনিধি © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৯ সালে। এরপর পার হয়েছে প্রায় তিন যুগ। ৩৫ বছর পর ২০২৫ সালে আবারও হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নির্বাচন। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এখন নানান আলোচনা। শিক্ষার্থীদের আড্ডায় ফিরে আসছে রাকসুর পুরোনো গল্প। অনেকের জানার আগ্রহ, সর্বশেষ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন কারা।

প্রার্থীদের প্রচার-প্রচারণায় এখন নির্বাচনী আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে সময়ের ব্যবধানে সর্বশেষ নির্বাচনের স্মৃতি যেন ইতিহাসের ধুলোর নিচে চাপা পড়তে বসেছে। এরপরও শিক্ষার্থীরা জানতে চান, সর্বশেষ নির্বাচনে কারা নেতৃত্বে ছিলেন, কারা বিজয়ের মুকুট পরেছিলেন। 

১৯৮০-এর দশকের শেষ সময়। রাজনীতি উত্তাল, সারা দেশে আন্দোলনের ঝড়। সে উত্তপ্ত সময়েও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় রাকসু নির্বাচন। সেদিন ভোটারদের লম্বা লাইন, প্রচারণায় মুখর ছিল ক্যাম্পাস— সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ।

রাকসু তখন শুধু একটি ছাত্র সংসদ ছিল না; ছিল ছাত্র সমাজের দাবি-দাওয়ার কেন্দ্রবিন্দু। ১৯৮৯ সালের সে নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন একঝাঁক তরুণ ছাত্রনেতা, যারা পরবর্তীকালে বাংলাদেশের জাতীয় রাজনীতিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

রাকসুর সর্বশেষ নির্বাচনে নির্বাচিত হন যারা
সর্বশেষ রাকসু নির্বাচনে (১৯৮৯) সহসভাপতি (ভিপি) পদে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী (বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব) এবং সাধারণ সম্পাদক (জিএস) রুহুল কুদ্দুস বাবু নির্বাচিত হন। এছাড়া উপ-সহসভাপতি (প্রোভিপি) পদে মো. আব্দুল কাদের সরকার, সহসাধারণ সম্পাদক (এজিএস) আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক মো. সাকিলুর রহমান সোহাগ, সহক্রীড়া সম্পাদক মুস্তাফিজুর আলি খান পাপ্পু, সাহিত্য সম্পাদক মো. শামসুল ওয়াসে ও সহসাহিত্য সম্পাদক হন মো. আব্দুল মান্নান।

আরও পড়ুন: ছাত্র সংসদ গঠনে প্রশাসনের আগ্রহ নেই, অভিযোগ হাবিপ্রবি শিক্ষার্থীদের

নির্বাচনে প্রমোদ সম্পাদক আজম শান্তনু, সহপ্রমোদ সম্পাদক ইমামুল আজম শাহী, সাধারণ কক্ষ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহসাধারণ কক্ষ সম্পাদক মো. কামরুজ্জামান ফসি, মহিলা সম্পাদক বৃত্তা রায় দীপা, সহমহিলা সম্পাদক মাহবুবা ইয়াসমিন রিতা, পত্রিকা সম্পাদক জাকিরুল হক টিটন, সহপত্রিকা সম্পাদক জগদীশ রায় জনি, সমাজসেবা সম্পাদক মো. করিম শিকদার ও সহসমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন আসলাম সরকার।

১৯৮৯ সালের পর থেকে রাকসু নির্বাচন যেন হারিয়ে যাওয়া এক অধ্যায় হয়ে গিয়েছিল। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের কাছে সেটি শুধুই ইতিহাসের অংশ। তবে এবার নতুন নির্বাচনের মাধ্যমে সে ইতিহাস আবারও জাগ্রত হবে, ছাত্ররাজনীতি আবারও যুক্ত হবে নতুন অধ্যায়। নতুন নেতৃত্ব নির্ধারণ করবে ২০২৫ সালের রাকসু নির্বাচন।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাজমুল আলম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ রাকসু নির্বাচন হয়েছিল ৩৫ বছর আগে। দীর্ঘ এ ব্যবধানের কারণে বর্তমান শিক্ষার্থীরা আগের নেতৃত্ব, ভিপি বা রাকসুর ইতিহাস সম্পর্কে তেমন জানে না। তথ্যপ্রবাহের অভাবে এ শূন্যতা তৈরি হয়েছে। তাই প্রশাসনের উচিৎ আর্কাইভ, নথিপত্র ও প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে রাকসুর ইতিহাস ও প্রাসঙ্গিক তথ্য সহজভাবে তুলে ধরা।

এ বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের হাতে রাকসুর একটি সংক্ষিপ্ত ইতিহাস তুলে দিয়েছি। নির্বাচিত ভিপি ও জিএসদের তালিকা প্রকাশ করা হয়েছে। ‘রাকসু কী ও কেন’ শীর্ষক একটি সেমিনারের আয়োজনও করা হয়েছে। 

সেমিনারে শিক্ষার্থীদের হাতে একটি পুস্তিকা তুলে দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘পুস্তিকায় রাকসু সম্পর্কে বহু তথ্য সন্নিবেশিত আছে। রাকসুর ইতিহাস সংরক্ষণে আমরা কাজ করে যাচ্ছি।’

মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9