রাকসুর হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, দেখুন তালিকা
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ PM
তিন যুগেরও বেশি সময় পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচন। তবে হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪২ জন প্রার্থী।
ছাত্রীদের ছয়টি হলের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ছয়টি ছাত্রী হলের বিভিন্ন পদের মধ্যে ২৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। চারটি পদে কোনো প্রার্থী অংশ নেননি। মন্নুজান হলের একটি, জুলাই-৩৬ হলের ৪টি, তাপসী রাবেয়া হলে ৩টি, বেগম রোকেয়া হল, রহমতুন্নেসা হল ও খালেদা জিয়া হলে ৬টি করে পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
এছাড়া জুলাই-৩৬, বেগম রোকেয়া ও রহমতুন্নেসা হলের কার্যনির্বাহী সদস্য পদে ৪টি করে পদ থাকলেও প্রার্থী হয়েছেন ৩ জন করে। এতে হলগুলোর এই পদে ১টি করে পদ ফাঁকা রয়েছে। এছাড়া খালেদা জিয়া হলের সহ-বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি। এছাড়া ছেলেদের বিজয়-২৪ হলে ৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: শিবিরের প্যানেলে আছেন নারী, সমন্বয়ক, সংখ্যালঘু ও চোখ হারানো জুলাই যোদ্ধা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা:
রোকেয়া হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন বিতর্ক ও সাহিত্য বিষয়ক সহকারী সম্পাদক তাহমিনা ঊর্মি, কমনরুম সম্পাদক মোছা. আয়েশা সিদ্দিকা, কমনরুম সহকারী সম্পাদক আফছানা আক্তার শিফা, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক নাজমুন নাহার সুইটি, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সহকারী সম্পাদক নাশরিফা তুন নাঈম, সংস্কৃতি বিষয়ক সহকারী সম্পাদক রুদবা জাহান, নির্বাহী সদস্য রিফা সানজিদা জেদনী, জেএন হুমায়রা, মোসা. আসনারা খাতুন।
তাপসী রাবেয়া হলে নির্বাচিতরা হয়েছেন কমনরুম বিষয়ক সহকারী সম্পাদক শাহনাজ আরফিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহুয়া মল্লিক জেবা, সংস্কৃতিক বিষয়ক সহকারী সম্পাদক মুসলিমা খাতুন।
জুলাই-৩৬ হলের নির্বাচিত হয়েছেন বিতর্ক ও সাহিত্য বিষয়ক সহকারী সম্পাদক ফাতেমাতুজ সানিহা, কমনরুম বিষয়ক সহকারী সম্পাদক মোসা. জোবাইদা খাতুন, ক্রিয়া বিষয়ক সহকারী সম্পাদক উম্মে জাহান, কালচারাল বিষয়ক সহকারী সম্পাদক খাদিজা খাতুন। এছাড়া নির্বাহী সদস্য মোসা. হাবিবা খাতুন, সাকিরা জান্নাত, জান্নাতুল আফরিন।
বিজয়-২৪ হলে নির্বাচিত হয়েছেন বিতর্ক সাহিত্য বিষয়ক সম্পাদক নাজমুল আকতার আকাশ, কমনরুম বিষয়ক সহকারী সম্পাদক মোহাম্মদ রিদোয়ানুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সহকারী সম্পাদক শাহেদ হোসেন।
রহমতুন্নেসা হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন— বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সহকারী সম্পাদক মোছা. সাদিয়া আফরিন, কমনরুম বিষয়ক সম্পাদক শামসি আরা, কমনরুম বিষয়ক সহকারী সম্পাদক খাদিজা খাতুন, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক মোছা. লাবনী খাতুন, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সহকারী সম্পাদক তাবাসসুম কবীর। এছাড়া নির্বাহী সদস্য আয়েশা তাসনীম, জান্নাতুল ফেরদৌস, জেসমিন খাতুন।
বেগম খালেদা জিয়া হলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন— বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোছা. আশরাফি বুলবুল, কমনরুম বিষয়ক সহকারী সম্পাদক তাসমী তামান্না মীম, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক মোছা. রোকাইয়া খাতুন, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সহকারী সম্পাদক নাফসে মুতমাইন্না, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সায়মা জাকিয়া। নির্বাহী সদস্যরা হলেন— মোছা. উম্মে হাবিবা আক্তার, জান্নাতুল ফেরদাউস, সুমাইয়া, উম্মে হানী তামান্না খাতুন।