রাকসুতে ১১ প্যানেলের লড়াই: শিবির-ছাত্রদলসহ আলোচনায় ৬ প্যানেল

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এবারের নির্বাচনে ইসলামী ছাত্রশিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, সাবেক সমন্বয়ক ও স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে মোট ১১টি প্যানেল লড়াইয়ে নেমেছে। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত ঘোষিত এই ১১টি প্যানেলের মধ্যে শুধু ছাত্রদল ও ছাত্রশিবিরই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। অন্য কোনো সংগঠন বা স্বতন্ত্র প্যানেল তা করতে পারেনি।

কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। দীর্ঘ ৩৫ বছর পর ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু, সিনেট সদস্য ও হল সংসদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে ইতোমধ্যেই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রাকসুর কেন্দ্রীয় ২৩টি পদে ৩৯৫টি, সিনেটের ৫টি পদে ৮৪টি ও ১৭টি হলে হল সংসদ নির্বাচনের জন্য ৭৫৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রাথমিক তালিকা প্রকাশ শেষ হয়েছে। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর আজ প্রকাশিত হয় চূড়ান্ত প্রার্থী তালিকা। এর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, গতকাল মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা নিজ নিজ জায়গা থেকে আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন।

আরও পড়ুন: রাকসু নির্বাচন: ৩০৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ও ব্যালট নম্বর প্রকাশ

এবারের রাকসু নির্বাচনে ১১টি প্যানেল বিভিন্ন নামে ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট', ছাত্রদলের মনোনীত প্যানেল, ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’, ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, ‘আধিপত্যবিরোধী ঐক্য’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’, ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’, ‘ইউনাইটেড ফর রাইটস’ ও ‘ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স’।

রাকসু নির্বাচনে শীর্ষ ৬ প্যানেলের পদ প্রতিদ্বন্দ্বী
রাকসু নির্বাচনকে ঘিরে বর্তমানে ঘোষিত ১১টি প্যানেলের মধ্যে ৬টি প্যানেল আলোচনার শীর্ষে রয়েছে। এদিকে ইসলামী ছাত্রশিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কারণ, তারা শুধু তাদের দলকেন্দ্রিক প্যানেল ঘোষণা করবে বলে ধারণা করা হলেও তাদের প্যানেলে স্থান পেয়েছেন তিন নারী শিক্ষার্থী, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী, সাবেক সমন্বয়ক ও একজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী।

ছাত্রশিবিরের সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন ‘স্টুডেন্ট নেটওয়ার্ক সোচ্চারের’ সভাপতি এস এম সালমান সাব্বির।

মোস্তাকুর রহমান জাহিদের অনার্সে সিজিপিএ ৩.৭৬ ও মাস্টার্সের প্রথম সেমিস্টারে ৩.৯২ পেয়ে তৃতীয় অবস্থানে আছেন। বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার চলমান। তিনি ২০২৩ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পান। এজিএস প্রার্থী ফাহিম রেজা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। জীবনের ঝুঁকি নিয়ে রাজপথ কাঁপিয়েছেন এই ছাত্র নেতা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব যৌক্তিক আন্দোলনে ছিল তার অগ্রণী ভূমিকা।

ছাত্রশিবিরের প্যানেলে যুক্ত হওয়ার বিষয়ে সাবেক সমন্বয়ক মো. ফাহিম রেজা বলেন, ‘স্বতন্ত্রভাবে জিএস পদে নির্বাচনের আকাঙ্ক্ষা ছিল। পরে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ইনক্লুসিভ প্যানেল করার উদ্যোগ গ্রহণ করা হয়। পারস্পরিক আলোচনার মাধ্যমে আমি ছাত্রশিবিরের প্যানেলে নির্বাচন করার সম্মতি দিই।’

আরও পড়ুন: ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, এনসিপি নেত্রীকে কারণ দর্শানোর নোটিস

জাতীয়তাবাদী ছাত্রদলও তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। প্যানেলে স্থান পেয়েছে নির্যাতিত এবং ক্লিন ইমেজের নেতৃত্ব। যেখানে দলের কর্মীদের বাইরেও জাতীয় দলের ফুটবলার, ব্যান্ড দলের প্রতিষ্ঠাতা, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা জায়গা পেয়েছেন। সহসভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর শাখা ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে আছেন। ২০২৩ সালে বিএনপির মিছিলে অংশগ্রহণ করায় ছাত্রলীগের পদপ্রত্যাশী শাকিবুল হাসান বাকীর হাতে মারধরের শিকার হন তিনি।

বর্তমান কমিটির দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী। যিনি ২০২৪ সালের মে মাসে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব ও তার অনুসারীদের দ্বারা নির্যাতনের শিকার হন। ছাত্রলীগ নেতারা ওই দিন নাফিউল ও তার সহপাঠী এক বন্ধুকে মাদার বখ্শ হলের ২১৫ নম্বর কক্ষে তিন ঘণ্টা আটকে রেখে মারধর ও পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন বলে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়। এ ছাড়া শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা প্যানেলে এজিএস পদে রয়েছেন।

ছাত্রদল সমর্থিত এই প্যানেলে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক হয়েছেন নার্গিস খাতুন। যিনি জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড়। এর আগে তিনি অনূর্ধ্ব-১৮ ও ১৯ খেলেছেন। সহক্রীড়া ও খেলাধুলা সম্পাদক মাহফুজুর রহমান শাওন। যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ফুটবল টিমের গোলকিপার। সহসাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অথী। তিনি অমরত্ব ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য। মহিলাবিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার। যিনি শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ থেকে ৩.৮২ সিজিপিএ নিয়ে স্নাতক শেষ করেছেন। এর স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে ডিনস অ্যাওয়ার্ড পান। সহতথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়। যিনি চায়না সাউথ এশিয়া ইউথ এনভয়েজ প্রোগ্রাম-২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী। তিনি দৈনিক দিনকালের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি।

আরও পড়ুন: যেখানেই বদলি সেখানেই বিয়ে করার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

ছাত্রদলের প্যানেল সম্পর্কে নাফিউল ইসলাম জীবন বলেন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং তাদের মৌলিক সমস্যার সমাধান করা। ক্ষমতার রাজনীতি নয়, শিক্ষার্থীদের কল্যাণই আমাদের রাজনীতি। কারণ আমরা সবসময় শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিই। আবাসন সংকট সমাধান, নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ শিক্ষা পরিবেশ গড়াই আমাদের প্রতিশ্রুতি। আমাদের প্যানেল প্রতিশ্রুতিতে নয়, বরং বাস্তবসম্মত পরিকল্পনায় বিশ্বাসী। এছাড়াও নির্বাচনে ভোটের গোপনীয়তা ও স্বচ্ছতা দুটোই সমান জরুরি। অটোমেটিক অথবা ম্যানুয়াল— যেই পদ্ধতিই ব্যবহার করা হোক না কেন, শিক্ষার্থীদের আস্থা নিশ্চিত করাই হওয়া উচিত প্রধান লক্ষ্য।’

‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, সাধারণ সম্পাদক (জিএস) পদে সালাহউদ্দিন আম্মার এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন আকিল বিন তালেব। তারা তিনজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ যেকোনো যৌক্তিক আন্দোলনে সরব ভূমিকা পালন করেছেন। 

সাবেক সমন্বয়কদের আলাদা আলাদা প্যানেলের বিষয়ে মেহেদী সজীব বলেন, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা সংগঠিত হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলাদা কমিটি হয়নি। কেন্দ্রীয় কমিটিতে রাখা হলেও সমন্বয়করা সেখান থেকে পদত্যাগ করেছেন। ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা সাংগঠনিক সীমাবদ্ধতার বাইরে কাজ করতে পেরেছেন। শীর্ষ পদ সীমিত হওয়ায় সবাই ভিপি বা জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা রাখলেও ঐক্য গড়া সম্ভব হয়নি। তবে সবার উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের কল্যাণ।

আরও পড়ুন: ১৬ বিশ্ববিদ্যালয়ে জামায়াতের ভিসি, তার ফলাফল আমরা নির্বাচনে দেখতে পাচ্ছি: রিজভী

‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্র ইউনিয়নের (একাংশ) কোষাধ্যক্ষ কাউছার আহম্মেদ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার। বাম সংগঠনগুলোর এই মোর্চায় থাকা প্রার্থীরা যেকোনো যৌক্তিক আন্দোলনে তারা সব সময় সরব ছিল। 

তাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ফুয়াদ রাতুল বলেন, ‘আমাদের প্যানেলের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করতে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা। আমরা সেই ফ্যাসিবাদের আমল থেকেই শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করছি। ক্যাম্পাসে যখন রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানোর লোক পাওয়া যেত না, তখন থেকেই আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে আসছি। রাকসুতে নির্বাচিত হলে আমরা সর্বাধিক গুরুত্ব দেবো যেন রাকসু নিয়মিত হয় এবং অ্যাকাডেমিক ক্যালেন্ডারে রাকসু যুক্ত হয়।’

‘রাকসু ফর র‍েডিক্যাল চেঞ্জ’ প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাবেক সমন্বয়ক মেহেদী মারুফ। সাধারণ সম্পাদক (জিএস) পদে উত্তরণ লেখক ও পাঠক সূতিকাগারের সাবেক সভাপতি আফরিন জাহান এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভ।

‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন সাবেক সমন্বয়ক এবং রাকসু নির্বাচনের ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান। সাধারণ সম্পাদক (জিএস) পদে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাজন আল আহমেদ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক সমন্বয়ক মাহাইর ইসলাম।

আরও পড়ুন: ডাকসু-জাকসুতে ভরাডুবির পর পুনর্গঠিত হচ্ছে বাগছাস

তাসিন খান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের মতো রাবিতেও সম্মুখসারিতে ভূমিকা পালন করেছেন ক্যাম্পাসের নারী শিক্ষার্থীরা। গত কয়েক বছরে নারী শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। নারী ভোটাররা জুলাইয়ে যেমনভাবে গণতান্ত্রিক ও অধিকার আদায়ের লড়াইয়ে শামিল ছিলেন, তেমনি নেতৃত্বও দেবেন। আশা করি এবারের রাকসুতে সর্বোচ্চ নারী প্রতিনিধিত্ব আমরা দেখতে পাব।’

সার্বিক বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাকসুর কার্যক্রম নিয়মিতভাবে চলছে এবং সবকিছু ঘোষিত তফসিল অনুযায়ীই অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মনোনয়নপত্র বিতরণ, যাচাই–বাছাই ও দাখিল সম্পন্ন হয়েছে। গতকাল বিকেল ৫টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। এ পর্যন্ত কেন্দ্রীয় সংসদে মোট ১১ জন এবং সিনেট সদস্য নির্বাচনে মোট ৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।’

উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনগুলোয় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর একই দিনে ভোট গণনা এবং ফলাফল প্রকাশ করা হবে। 

পাম্পের কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যা করা সেই যুবদলের সা…
  • ১৭ জানুয়ারি ২০২৬
কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9