ভোট বানচাল ঠেকাতে ইউল্যাব কেন্দ্রের সামনে ছাত্রীদের অবস্থান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ PM
বড় ধরনের সংঘাত বা সহিংসতা ছাড়াই সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে দিনভর ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণ, উচ্ছ্বাস ও উত্তেজনা। তবে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও উঠে এসেছে।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এই প্রক্রিয়া রাত ১২টা পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে, নির্বাচনের কেন্দ্রীয় অংশে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তা নিশ্চিত করতেই সন্ধ্যার পর নারী শিক্ষার্থীদের অবস্থান লক্ষ্য করা গেছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ (ইউল্যাব) কেন্দ্রের সামনে। রাত ৯টা ৪০ মিনিটে দেখা যায়, শামসুন্নাহার হলের একদল ছাত্রী ইউল্যাব কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে বসে আছেন।
এই সময় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ইউল্যাব কেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. শহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে। তিনি নিয়মের কথা বলে গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের কেন্দ্রের ভেতরে প্রবেশে বাধা দেন।
নির্বাচন ঘিরে এমন অবস্থান এবং কেন্দ্রের অনুপবেশযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট অনেকেই। তবে এখন পর্যন্ত ইউল্যাব কেন্দ্রে কোনো সরাসরি সহিংসতা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।