ডাকসু নির্বাচন: হলে হলে ফল প্রকাশের তথ্যগুলো গুজব

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিভিন্ন হলের ফলাফল প্রকাশের তথ্য ছড়িয়েছে ফেসবুকে। তবে এসব গুজন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অফিসিয়াল, আনঅফিসিয়াল কোনো ফলাফলই প্রকাশ হয়নি বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, উপাচার্য যখন ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে, সেটিই প্রকৃত তথ্য। ফেসবুকে যা ছড়ানো হচ্ছে, তার সবই বিভ্রান্তিকর। এ জন্য ফেসবুক থেকে তথ্য বিশ্বাস না করার অনুরোধ করেছেন তারা।

বড় ধরনের সংঘাত-সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলে। নির্বাচনে অমর একুশে হল ও টিএসসি কেন্দ্রে দুটি ব্যালট পেপার সংক্রান্ত সমস্যার অভিযোগ উঠছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে শুধরে নেয়ার দাবি করেছেন রিটানিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসন। 

উপাচার্য জানিয়েছেন, উভয় ঘটনার মধ্যে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও এই ঘটনার আমরা পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব। সর্বশেষ তথ্যমতে, ৮০ শতাংশেরও বেশি ভোট পড়েছে মিনি পার্লামেন্টখ্যাত এই এই নির্বাচনটিতে।

আরও পড়ুন: ডাকসুর চূড়ান্ত ফল কয়টায়, যা জানা যাচ্ছে

বিকেল ৫টার দিকে শুরু হয় ভোট গণনা। তবে কয়টা নাগাদ নির্বাচনের ফলাফল প্রকাশ হতে পারে তা নিয়ে সুস্পষ্ট কোনো তথ্য জানাতে পারছেন না নির্বাচনী কর্মকর্তারা। রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ কেন্দ্রে হল সংসদের আংশিক গণনা শেষ হয়েছে। হলের ভোট গণনা শেষ হলে কেন্দ্রের গণনা শুরু হবে। 

কার্জন হল কেন্দ্রের প্রধান ড. এ এস এম মহিউদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাত ১২টার আগে ফল প্রকাশ কোনোভাবেই সম্ভব হবে না। সাড়ে ১২টা থেকে ১টা বাজতে পারে ফল প্রকাশ হতে। ক্ষেত্রবিশেষে এর বেশিও লাগতে পারে সময়।


সর্বশেষ সংবাদ