এক পাশে শিবিরের সংবাদ সম্মেলন, অন্যদিকে ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা
ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল ও শিবির ভোট কারচুপি, আচরণবিধি লঙ্ঘনসহ নানা বিভিন্ন বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করে। একদিক সিনেটে সংবাদ সম্মেলন করে শিবির এবং অন্যদিকে মিছিল নিয়ে ডাকসু নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে যায় ছাত্রদল। এ সময় সিনেটে তারা মুখোমুখি অবস্থান করে। তবে কোনো ধরনের ঝামেলায় জড়ায়নি তারা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিনেট ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে ভোটা শিবিরের ভোট কারচুপির অভিযোগ করে ছাত্রদল। তারা বলেন, ‌‘শুধু রোকেয়া হলে নয় অমর একুশে হলেও আগে থেকে ব্যালট পেপারে ভোট দেওয়া ছিল। যেহেতু ঘটনা দুই জায়গায় ঘটেছে এবং প্রমাণিত হয়েছে আমরা জানি না কতগুলো ব্যালট বক্সে চিহ্ন দিয়ে রেখেছেন তারা। তারা একদিকে নির্বাচনে কারচুপি করল, অন্যদিকে আমাদের দায় দেওয়ার চেষ্টা করল।’

এদিকে সংবাদ সম্মেলনে শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেছেন, ‘ছাত্রদল নাটক মঞ্চস্থ করতে গিয়ে ব্যর্থ হয়েছে। তারা আমাদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেছে কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি। আমরা এটাই বলব যে তারা নাটক মঞ্চস্থ করতে পারেনি।’


সর্বশেষ সংবাদ