টিএসসি কেন্দ্রের ব্যালট ইস্যু ফাঁসের হুমকি

আমার সামনে দিয়ে বের হয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ PM
রোকেয়া হল সংসদের সমাজসেবা সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী আনিকা তাহসিন হাফসা

রোকেয়া হল সংসদের সমাজসেবা সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী আনিকা তাহসিন হাফসা © সংগৃহীত ও সম্পাদিত

ডাকসু নির্বাচনে টিএসসি কেন্দ্রে ব্যালটে আগে থেকেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীর নামে ক্রস চিহ্ন থাকার বিষয়টিকে প্রোপাগান্ডা বলে দাবি করেছেন রোকেয়া হল সংসদের সমাজসেবা সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী আনিকা তাহসিন হাফসা। একই সাথে প্রোপাগান্ডা ছড়ানো শিক্ষার্থীকে তিনি চেনেন বলে দাবিও করেছেন এই প্রার্থী। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মিথ্যা প্রোপাগান্ডার কারণে পুরো হলের ভোট প্রশ্নবিদ্ধ হলে তিনি কঠোর পদেক্ষেপ নিবেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টা ২১ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে এক পোস্টে এসব কথা বলেন হাফসা।

আনিকা তাহসিন হাফসা লিখেছেন, ‘ব্যালট পেপারে আগে থেকে সাদিক কায়েম আর ফরহাদ ভাইয়ের ব্যালট দাগানোর ব্যাপারে; যে এটা ছড়াচ্ছেন, আপনাকে কিন্তু আমি চিনি। আপনি যখন ১ নম্বর টেবিলে ভোট দিচ্ছিলেন তার কিছুক্ষণ পরেই আমি ৩ নম্বর টেবিলে ভোট দেই। আমার সামনে দিয়ে আপনি বের হয়ে এসব প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।’

হাফসা আরও লিখেছেন, ‘এক মুহূর্তের জন্য আমিও হতবাক ছিলাম যে এটা সত্যি কি না। তাই প্রমাণ ছাড়া কোনো কিছুই আমি প্রমোট করিনি। কিন্তু এই একটা ঘটনার জন্য যদি রোকেয়া হলের ৪ হাজার ভোট প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এটার বিরুদ্ধে আমি নিজেই স্ট্রং স্ট্যান্ড নিব। অ্যান্ড ইট ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার।’

প্রসঙ্গত, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে বেলা সাড়ে ১২টার দিকে টিএসসি কেন্দ্রের ক্যাফেটেরিয়া কক্ষে আগ থেকেই ব্যালটে ‘ক্রস’ চিহ্ন দেওয়ার অভিযোগ তোলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা। তার এক বান্ধবী ওই ব্যালটটি পেয়েছিলেন বলে তার অভিযোগ।

রুপাইয়া শ্রেষ্ঠা ওই সময়ে সাংবাদিকদের জানান, তিনি ও তার এক বান্ধবী একসঙ্গে ভোট দিতে যান। ভোটকেন্দ্রের এক নম্বর টেবিল থেকে বান্ধবীকে যে ব্যালট দেওয়া হয়, সেটিতে আগেই ক্রস চিহ্ন দেওয়া ছিল শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের নামের পাশে। বিষয়টি নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে পোলিং কর্মকর্তাদের অবহিত করলে কর্মকর্তারা জানান, এটি ওই শিক্ষার্থীর ভুলও হতে পারে।

এদিকে অভিযোগটিকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেন, একটা পক্ষ নির্বাচনি প্রক্রিয়া বানচালের চেষ্টা করছে। একুশে হলে ছাত্রদলের পক্ষে ক্রস চিহ্ন দেওয়া ব্যালট পাওয়ার খবর শোনা গেছে, এখন টিএসসিতেও একই অভিযোগ উঠছে। আমরা চাই, এ ধরনের কাজে যে-সব কর্মকর্তা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

মহেশপুরে সেনাবাহিনীর টহল গাড়ি-ট্রাক সংঘর্ষ, চার সেনাসদস্য আ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেননি বিএনপির নেতাকর্ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ইবিতে দুই শতাধিক শীতার্তের মধ্যে ‘তারুণ্য’র শীতবস্ত্র বিতরণ
  • ১৭ জানুয়ারি ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের বাংলাদেশ-ভারত …
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও যুক্ত হচ্ছে নতুন ফিচার
  • ১৭ জানুয়ারি ২০২৬
রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টে বোরকা–জুব্বা পরে নাচ, ভিডিও …
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9