‘আপ্রাণ চেষ্টা করেছে মনোনয়নপত্র প্রত্যাহার করানোর, আসল লড়াই ৯ সেপ্টেম্বর পর্যন্ত টিকে থাকা’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ AM
২৫ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদের প্রার্থী সর্ব মিত্র চাকমা। ইসলামী ছাত্রশিবিরের প্র্যানেলের এ প্রার্থী বলেছেন, তার আসল লড়াই ৯ সেপ্টেম্বর পর্যন্ত মাঠে টিকে থাকা।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসব কথা বলেছেন সর্ব মিত্র চাকমা। তিনি লিখেছেন, ‘আপনাদের সমালোচনাগুলো পড়ি, যারা লাগাতার পেছনে পড়ে আছেন, তাদের গালিগালাজগুলোও চোখে পড়ে, অতটা আঘাত করে না। সব ভেবেই তো স্রোতের বিপরীতে গিয়ে স্রোতেই ভেসে থাকা। তবে রাতে ঘুমটা উধাও হয়ে যায়। স্তব্ধ থাকি কিছুক্ষণ।’
তিনি বলেন, ‘১৮ তারিখ মনোনয়ন নেয়ার সময় জানতাম, কী কী আসতে যাচ্ছে সামনে। ২৫ আগস্ট পর্যন্ত আপ্রাণ চেষ্টা করা হয়েছে মনোনয়নপত্র প্রত্যাহার করানোর। মূলত ৯ সেপ্টেম্বর আমার আসল লড়াই নয়, আমার আসল লড়াই ৯ সেপ্টেম্বর পর্যন্ত মাঠে টিকে থাকা।’
আরও পড়ুন: নিজে পারেননি, কাদেরের জন্য দোয়া করলেন এনসিপি সদস্যসচিব আখতার
সর্ব মিত্র চাকমা আরও বলেন, ‘এইতো, আপনাদের শত আঘাতেও টিকে আছি। নির্ঘুম, তাতে কি হয়েছে! যেনতেনভাবে টিকে থাকাটাই আসল! আমি কিন্তু মোটেও বলছি না, আমাকে রেহাই দিন। গালিগালাজ করুন, আমি মোটেই ক্লান্ত নই।’