রাকসুর নতুন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম

অধ্যাপক এফ নজরুল ইসলাম
অধ্যাপক এফ নজরুল ইসলাম  © সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগ অধ্যাপক এফ নজরুল ইসলাম। শনিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব তাকে নিয়োগ দেন।

অধ্যাপক এফ নজরুল ইসলাম আগে থেকেই অন্যতম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার নিয়োগের কারণে শুন্য নির্বাচন কমিশনার পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হককে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে অধ্যাপক এফ নজরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ছিলেন।

আরও পড়ুন: ডাকসুর হল সংসদে ভোটের আগেই জয় নিশ্চিত ছাত্রদলের প্রার্থীসহ দু’জনের

এ বিষয়ে অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘রাতে আমাকে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব দেওয়া হয়েছে। সবাই আকাঙ্ক্ষিত রাকসু নির্বাচন সফল করতে আমরা বদ্ধপরিকর। আমরা সবাই মিলে একটা সুন্দর নির্বাচন করতে চাই। বিভিন্ন সমস্যা আসবে সেগুলো সমাধান করে আমরা সামনে আগাব।’

প্রসঙ্গত, গত ২০ আগস্ট অধ্যাপক মো. আমজাদ হোসেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পান। এতে প্রধান নির্বাচন কমিশনার পদটি শূন্য হয়।


সর্বশেষ সংবাদ