তথ্য গোপন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলে তদন্ত কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো  © সংগৃহীত ও সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ও এর অধীনস্থ হলগুলোর নতুন কমিটির কিছু দায়িত্বশীলের বিরুদ্ধে তথ্য গোপন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সংসদ।

রবিবার (১৭ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার এবং অধীনস্থ হলসমূহের নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত কারো-কারো বিষয়ে তথ্য গোপন এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে আনীত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন তৈরী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিনের নেতৃত্বে, যুগ্ম-সাধারণ সম্পাদক রাধে শ্যাম বিশ্বাস রাজেশ এবং প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভকে সদস্য করে তিন (৩) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন (৩) দিনের মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেছেন।

 


সর্বশেষ সংবাদ