রাবিতে ভর্তি: ভাই-বোনের হলে আবাসিকতা নিতে যা করতে হবে শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীরা তাদের আপন ভাই বা বোনের হলে আবাসিকতা নিতে পারবেন। এ জন্য নিয়মানুযায়ী আবেদন করতে হবে শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোন শিক্ষার্থীর আপন ভাই বা বোনের কোন হলে আবাসিকতা থাকলে এবং সেই হলের আবাসিকতা নিতে চাইলে সকল প্রমাণসহ ২৪ জুলাইয়ের মধ্যে পরিচালক, আইসিটি সেন্টার, রাবি বরাবর দরখাস্ত করতে হবে।

আরও পড়ুন: কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, তদন্ত চলাকালে ক্লাস-পরীক্ষা স্থগিত

এর আগে উত্তীর্ণ ভর্তিচ্ছুদের অনলাইনে বিষয় পছন্দক্রম (Subject Choice) ফর্ম পূরণ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ না করলে কোনো বিভাগেই ভর্তির জন্য আর বিবেচিত হবেন না। এ বিষয়ে বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের https://application.ru.ac.bd/ ওয়েবসাইটে জানা যাবে।


সর্বশেষ সংবাদ