জাতীয় বিশ্ববিদ্যালয়

মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মকর্তা-কর্মচারী

২১ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তাকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে নতুন নিয়োগ পাওয়া একদল কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় মব সৃষ্টিতে জড়িত ৮ জনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, ২৫ থেকে ৩০ জন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী মব সৃষ্টি করে পুরোনো কর্মকর্তাদের বিভিন্ন কক্ষে ঢুকে গালিগালাজ ও মারধর করেন। একপর্যায়ে তাদের টেনে-হিঁচড়ে কক্ষ থেকে বের করে দেওয়া হয়।

ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা জানান, নতুন নিয়োগ পাওয়া কর্মচারীরা মব সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে তাণ্ডব চালান। এ ঘটনায় তারা সংশ্লিষ্ট থানায় অভিযোগও করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালে আদালতের আদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯৮৮ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়। যোগদানের পর থেকেই নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ পুরোনো কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছিলেন।

সর্বশেষ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আশরাফ আলী এবং সহকারী রেজিস্ট্রার মো. মাহবুবুর রহমানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা। পরে তাদের টেনে-হিঁচড়ে দফতর থেকে বের করে দেওয়া হয়।

এছাড়া প্রশাসন ভবনে প্রবেশ করে উপ-রেজিস্ট্রার মোল্লা মাহবুবুল হককে গালিগালাজ ও মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।

এ ঘটনায় মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়—সেকশন অফিসার এ এস এম নূসরাত বেনজীর তালুকদার, আবু ফাত্তাহ মো. মনিরুজ্জামান, শাহিন আহমেদ, উচ্চমান সহকারী মো. নুর রহমান, মো. আব্দুল মতিন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শাহ আলম, আব্দুল সালাম, মো. আব্দুল বারেক এবং অফিস সহায়ক মো. আলমগীর হোসেনকে। তাদের প্রত্যেককে আলাদা আলাদা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন সই করা নোটিশে বলা হয়, অভিযুক্তরা বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন, যা চাকরি শৃঙ্খলার পরিপন্থি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) সংবিধি-৮ অনুযায়ী এসব কর্মকাণ্ড ‘অসদাচরণ’-এর শামিল।

অভিযুক্তদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে নোটিশে। এতে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা খোরাকী ভাতা পাবেন।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন বলেন, কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারে না। বিশৃঙ্খলা ও মারধরের ঘটনায় আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে মানব…
  • ২১ জানুয়ারি ২০২৬
মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬
সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা করে ৩১ জানুয়ারির মধ্যে পে …
  • ২১ জানুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে…
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬