চারশো নারী শিক্ষার্থী নিয়ে ঢাবির সুফিয়া কামাল হলে এআই প্রশিক্ষণ কর্মশালা

২০ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ PM
প্রশিক্ষণ কর্মশালা

প্রশিক্ষণ কর্মশালা © সংগৃহীত

জাতীয় ছাত্রশক্তি ও ক্যারিয়ার এন্ড এমপাওয়ার ফোরামের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে ‌‘এডভান্সড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে হল অডিটোরিয়াম কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

কর্মশালা পরিচালনা করেন গুগল ডিপমাইন্ড প্রজেক্টের এআই ইঞ্জিনিয়ার আহাদ বিন ইসলাম শোয়েব। কর্মশালায়—এডভান্সড এআই ও জেনারেটিভ এআই; প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও আধুনিক এআই টুলস; পড়াশোনা ও ক্যারিয়ারে এআই-এর বাস্তব প্রয়োগ; ভবিষ্যতের চাকরি বাজারে নিজেকে প্রস্তুত করার কৌশলের উপর আলোচনা করা হয়। এতে হলটির প্রায় চারশো ছাত্রী অংশগ্রহণ করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী হাসান, ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকার। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রী ও সুফিয়া কামাল হল সংসদের নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক ও ক্যারিয়ার ইম্পাওয়ারমেন্ট ফোরামের সভাপতি শিমু আক্তার।

অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, ছাত্রশক্তি সব সময়ই শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালন করে আসছে। আমরা প্রতিটি শিক্ষার্থীদের আধুনিক দক্ষতা অর্জনের সহায়তা করে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চাই। এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আমরা ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের বাকী হলগুলোতে পরিচালনা করব।

তিনি আরো বলেন, ঢাকা হবে সাউথ এশিয়ার পোডিয়াম। আর এই নেতৃত্ব তৈরির জন্য জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল আমিন সরকার বলেন, নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনকে উপভোগ্য এবং কার্যকরী করতে জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্কিলবেসড প্রোগ্রাম আয়োজনের ধারা অব্যাহত রাখবে এবং দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে ভূমিকা রাখবে।

মাহাদী হাসান বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে না পারলে আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে পারব না। তাই পরিকল্পনা করে আমাদের প্রয়োজনীয় সফট স্কিল আয়ত্ত করতে হবে।

টেকনাফ সীমান্তে ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার, এলাকাজুড়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
৪ লক্ষাধিক মানুষের জন্য ৪ চিকিৎসক
  • ২১ জানুয়ারি ২০২৬
‘এটাই ক্রিকেট, নিদাহাস ট্রফির কথা মনে পড়ছে’, আবেগাপ্লুত কণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
আবরার ফাহাদ হত্যার রায় এই সরকার কার্যকর করতে পারলো না: আবরা…
  • ২১ জানুয়ারি ২০২৬
মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২১ জানুয়ারি ২০২৬
পে কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন নাও হতে পারে: অর্থ উ…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9