গবেষণার সংস্কৃতি তৈরির বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: ঢাবি উপাচার্য

২৭ মে ২০২৫, ০৫:৫৭ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০১:০৪ AM
‘ওয়ার্কশপ অন রিসার্চ মেথডোলজি’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ঢাবি উপাচার্য

‘ওয়ার্কশপ অন রিসার্চ মেথডোলজি’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ঢাবি উপাচার্য © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি তৈরির বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনসহ ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। 

আজ মঙ্গলবার (২৭ মে) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য আয়োজিত ১৬-দিনব্যাপী ‘ওয়ার্কশপ অন রিসার্চ মেথডোলজি’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে।

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল আলম অনুষ্ঠান সঞ্চালন করেন। অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াহেদুজ্জামান স্বাগত বক্তব্য দেন।

আরও পড়ুন: গবেষণায় ১ হাজার ২২৪ কোটি টাকা পাচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক স্বনামধন্য গবেষক ও শিক্ষক রয়েছেন। ব্যক্তি পর্যায়ে তারা অনেক ভালো গবেষণা করছেন। এসব গবেষণাকর্মকে স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং গবেষকদের উৎসাহিত করার লক্ষ্যে আমরা নানামুখী উদ্যোগ গ্রহণ করছি। এসব উদ্যোগ বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা চান।

১৬-দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন অনুষদের প্রায় ৩শ’ শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ খ্যাতিমান গবেষকবৃন্দ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন।

 

প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
  • ০১ জানুয়ারি ২০২৬
পেশায় শিক্ষানবিশ আইনজীবী আখতারের বছরে আয় ৫ লাখ, মোট সম্পদ ক…
  • ০১ জানুয়ারি ২০২৬
এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নববর্ষে ৯৯৯-এ শব্দ দূষণের ৩৮১ অভিযোগ
  • ০১ জানুয়ারি ২০২৬
দারাজ বাংলাদেশ নিয়োগ দেবে হাব সুপারভাইজার, আবেদন অভিজ্ঞতা ছ…
  • ০১ জানুয়ারি ২০২৬
এমআইএসটিতে ডেটা সায়েন্স ও ন্যানো সায়েন্স বিভাগে ভর্তি বিজ…
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!