বদলে গেল ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম

চারুকলা অনুষদে বাংলা নববর্ষের শোভাযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন
চারুকলা অনুষদে বাংলা নববর্ষের শোভাযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

আসন্ন বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা থেকে মঙ্গল শব্দটি বাদ দিয়ে পুনরায় ‘আনন্দ শোভাযাত্রা’ করা হবে। শুক্রবার (১১ এপ্রিল)  ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

নতুন নামের ঘোষণা দেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রমুখ। 

আরো পড়ুন: ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছাচ্ছে

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ বলেন, এবার নববর্ষ উদযাপনে একপেশে সংস্কৃতি চর্চা থেকে বেরিয়ে এসে ইনক্লুসিভ সাংস্কৃতিক চর্চা হবে।


সর্বশেষ সংবাদ