হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘শিডিউল কল’, যেভাবে করবেন

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার  © টিডিসি সম্পাদিত

হোয়াটসঅ্যাপের নতুন পরিকল্পনা ফিচারের মাধ্যমে এখন কল শিডিউলিং আরও সহজ হয়েছে। অ্যাপটি আপডেটের ফলে পরিবার বা বন্ধুদের সঙ্গে কথা বলা কিংবা গুরুত্বপূর্ণ অফিস মিটিং সবই আগাম নির্ধারণ করে রাখা সম্ভব হচ্ছে Calls ট্যাব থেকেই। একাধিক মেসেজে সময় মিলিয়ে নেওয়ার বদলে এখন ব্যবহারকারীরা নির্দিষ্ট তারিখ ও সময় ঠিক করে অংশগ্রহণকারীদের আমন্ত্রণ পাঠাতে পারবেন। হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে তাদের রিমাইন্ডার পাঠাবে। পাশাপাশি নতুন ইন্টারফেসে সব নির্ধারিত কল এক জায়গায় দেখা, কল লিংক কপি বা ক্যালেন্ডারে যুক্ত করা এবং প্রয়োজন হলে অন্যদের সঙ্গে শেয়ার করার সুবিধা যুক্ত হয়েছে। গ্রুপ কলে হ্যান্ড–রেইজিং ও রিঅ্যাকশনসহ নতুন ফিচারগুলো যুক্ত হয়ে এর ব্যবহার আরও আনন্দময় করে তুলেছে। 

হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীরা এখন কল শুরু করার আগে অংশগ্রহণকারী নির্বাচন, সময় ও তারিখ নির্ধারণসহ কলের বিষয় যোগ করতে পারবেন। নিচে ধাপে ধাপে তা উল্লেখ করা হলো।

Whatasapp

প্রথমে অ্যাপটি খুলে Calls ট্যাবে গিয়ে ‘+’ আইকনে চাপলে Schedule call অপশন দেখায়। সেখানে অংশগ্রহণকারী বাছাইয়ের পর নির্দিষ্ট সময় ও তারিখ নির্ধারণ করলে হোয়াটসঅ্যাপ নিজেই একটি কল লিংক তৈরি করে Calls ট্যাবে সংরক্ষণ করে রাখবে। এটি পরে দেখা বা পরিবর্তন করা সম্ভব। এ পদ্ধতিতে কল শুরু হওয়ার আগে অংশগ্রহণকারীরা নোটিফিকেশনও পেয়ে থাকেন।

Whatsapp 1

এ ছাড়া নতুন হ্যান্ড–রেইজিং ফিচার গ্রুপ আলোচনায় অনাকাঙ্ক্ষিত বাধা কমায় এবং ব্যবহারকারীরা চাইলে রিঅ্যাকশন পাঠিয়ে বক্তব্য না কেটে প্রতিক্রিয়া জানাতে পারেন। কল লিংক তৈরি করা থাকলে কেউ যোগ দিলেই হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন পাঠায়, ফলে বড় গ্রুপ কলেও অংশগ্রহণকারীদের নজরদারি সহজ হয়।

সব নির্ধারিত কলেই হোয়াটসঅ্যাপের এন্ড–টু–এন্ড এনক্রিপশন কার্যকর থাকে, ফলে কথোপকথন নিরাপদ ও ব্যক্তিগত থাকে। বিভিন্ন শহরে থাকা পরিবারের সদস্যদের সমন্বয়, বন্ধুদের সঙ্গে পরিকল্পিত আলোচনা বা ভিন্ন সময়সূচিতে কাজ করা সহকর্মীদের মিটিং নির্ধারণসহ সব ক্ষেত্রেই নতুন পরিকল্পনা সুবিধা যোগাযোগকে করেছে আরও সহজ করে তুলেছে।


সর্বশেষ সংবাদ