হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ‘রাইটিং হেল্প’ এআই–সুবিধা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৩:৫৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন একটি ফিচার ‘রাইটিং হেল্প’ চালু হতে যাচ্ছে। নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা বার্তা পাঠানোর আগে ব্যাকরণগত ভুল সংশোধন, বার্তার কাঠামো পরিবর্তন এবং লেখাকে আরও পরিপাটি করার সুযোগ পাবেন।
মেটার তথ্যমতে, অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণে পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু করা হয়েছে। ‘রাইটিং হেল্প’ মেটার নিজস্ব ‘প্রাইভেট প্রসেসিং’ প্রযুক্তিতে পরিচালিত হচ্ছে। প্রযুক্তিটি ব্যবহারকারীর লেখা এনক্রিপ্ট করে প্রেরণ করে, ফলে বার্তার উৎস বা ব্যবহারকারীর পরিচয় গোপন থাকে এবং কোনো তথ্য সংরক্ষণ করা হয় না।
ফিচারটি ব্যবহার করা সহজ। বার্তা লেখার পর স্টিকারের পাশে ছোট একটি পেন আইকন দেখা যাবে। আইকনে চাপ দিলে লেখা মেটার এআই প্ল্যাটফর্মে প্রেরণ হবে এবং তিনটি বিকল্প সংস্করণ দেখাবে—প্রফেশনাল, রিফ্রেজড, সাপোর্টিভ বা ফানি। ব্যবহারকারী তাদের প্রয়োজন অনুযায়ী একটি বিকল্প বেছে নিতে পারবেন এবং চাইলে আরও সংশোধন করতে পারবেন। প্রাপক বুঝতেও পারবে না বার্তাটি এআই ব্যবহারের মাধ্যমে সম্পাদিত হয়েছে।
মেটা জানিয়েছে, রাইটিং হেল্প ডিফল্টভাবে বন্ধ থাকবে এবং এটি সম্পূর্ণ ঐচ্ছিক। ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো এআই-সম্পাদিত বার্তা পাঠানো হবে না। ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় সুবিধাটি চালু বা বন্ধ করতে পারবেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস