হোয়াটসঅ্যাপে আসছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৬:১১ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৬:১৬ PM
বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে শিগগিরই যুক্ত হচ্ছে একটি আলাদা এআই ট্যাব। ব্যবহারকারীদের জন্য নতুন ধরনের চ্যাটবট অভিজ্ঞতা এনে দেবে এটি। এতে হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও সহজ ও আনন্দদায়ক হবে। যদিও মেসেজিং অ্যাপটি মেটা এআইয়ের ব্যবহারকে আরও উন্নত করার চেষ্টা করেই চলেছে। ব্যবহারকারীর প্রদান করা কন্টেন্টের সঙ্গে এটিকে ইন্টারঅ্যাক্ট করতেও সাহায্য করবে।
গর্ক, জেমিনি এআই কিংবা পেইড ব্যবহারকারীরা চ্যাটজিপিটিতে যেভাবে লাইভ স্ক্রিন ব্যবহার করে সেভাবেই এখানে কাজটি করা যাবে। তবে মেটা এআইয়ের মাধ্যমে বিনামূল্যে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। আনুষ্ঠানিকভাবে চালু হলে এটি আরও ব্যাপকভাবে ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।
হোয়াটসঅ্যাপে মেটা এআই এই ফিচারটি পরীক্ষা-নিরীক্ষা করছে ছবি এবং ডকুমেন্ট ভাগ করে নেওয়ার জন্য। একটি ছবি ফরওয়ার্ড করে ব্যবহারকারী মেটা এআইয়ের সঙ্গে একটি প্রম্পট শেয়ার করতে পারেন। সেই সঙ্গে এই ছবিটি কি আসল নাকি ছবিতে কী আছে তা বর্ণনা করতে পারেন? এই ধরনের কনটেক্সটেরও সন্ধান করতে পারেন।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফোর প্রতিবেদন থেকে জানা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের রিচ এবং অ্যাক্সেস বাড়াতে চাইছে মেটা এআই। আপডেট স্ক্রিনশটসহ টিপস্টার থেকে আসা একটি নোটে বলা হয়েছে, আপনি এখন প্রশ্ন জিজ্ঞাসা করতে বা সাহায্য পেতে মেটা এআইতে মেসেজ এবং ছবি ফরওয়ার্ড করতে পারবেন।
তা সত্ত্বেও মেটা কেবল সেই বার্তাগুলোই পড়তে পারে যেগুলো ব্যবহারকারীরা মেটার সঙ্গে ভাগ করে নেন। সীমিত সংখ্যাক ব্যবহারকারির ওপর ফিচারটিকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আগামী কয়েক মাসে মধ্যেই ফিচারটি সবার জন্য দেওয়া হবে।