আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন ২০২৫, নতুন অধ্যায় শুরু

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন ২০২৫
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন ২০২৫  © সংগৃহীত

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) বাংলাদেশ ওপেন-২০২৫-এর কার্যক্রম স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের মধ্য দিয়ে শুরু হয়েছে । শুক্রবার (৪ জুলাই) সকালে রাজধানীর ধানমণ্ডিতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) অফিসে ২৬ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা আগামী জুলাই ও আগস্ট মাসজুড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোবটিক্স বিষয়ক ওয়ার্কশপ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন। একইসঙ্গে তারা মহাকাশ অনুসন্ধানভিত্তিক 'মার্স রোভার' পরিচালনার বাস্তব অভিজ্ঞতাও অর্জন করেছেন।

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড। ‘স্পেস রোবট’ থিমকে সামনে রেখে এবারের প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। রোবটিক্সে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। বাংলাদেশ ২০১৮ সাল থেকে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিচ্ছে। এবারও বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) ও বিডিওএসএন-এর যৌথ উদ্যোগে দল গঠনের কার্যক্রম শুরু হয়েছে।

আগামী আগস্টে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হবে। জাতীয় পর্যায়ের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে। সেখানে বিজয়ীরা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক পর্বে অংশ নেবেন। প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে জুনিয়র লো (১ম–৪র্থ শ্রেণি), জুনিয়র হাই (৫ম–৬ষ্ঠ শ্রেণি) ও সিনিয়র (৭ম–১২শ শ্রেণি)। ক্যাটাগরির মধ্যে রয়েছে: ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ মুভি ও ফিজিক্যাল কম্পিউটিং। এছাড়া জাতীয় পর্বে ‘গ্রোনটিক্স টুইজ’ নামে একটি বিশেষ প্রতিযোগিতাও আয়োজন করা হবে, যা আন্তর্জাতিক পর্যায়ের অন্তর্ভুক্ত নয়।

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড কমিটির (আইআরওসি) নির্দেশনা অনুযায়ী আগে যে আয়োজন ‘বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও)’ নামে পরিচিত ছিল, এখন তা ‘আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন’ নামে পরিচালিত হবে। আগ্রহীদের বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য আয়োজকদের ওয়েবসাইট bdro.org-এ ভিজিট করতে বলা হয়েছে। প্রযুক্তি ও উদ্ভাবনের দিগন্তে শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই আয়োজন বলে জানিয়েছে বিডিওএসএন।

উল্লেখ্য, গত বছর দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক অর্জন করে। 


সর্বশেষ সংবাদ