বিনা খরচে ব্রিটিশ কাউন্সিলের দুই কোর্স করার সুযোগ কারিগরি শিক্ষার্থীদের, আবেদন আহবান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ AM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ AM
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের ‘ব্যবসা ও সামাজিক ইংরেজি' কোর্সে আবেদন আহ্বান করা হয়েছে। কোর্সটি শূন্য ক্রেডিট অফারে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ পাবেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, ব্রিটিশ কাউন্সিলের ব্যবসা ও সামাজিক ইংরেজি কোর্সটি ১৪৪ ঘন্টা মেয়াদী এবং ০৬টি থিমে বিভক্ত। এটি একটি অনুশীলন-ভিত্তিক শেখার পদ্ধতি অনুসরণ করে। উক্ত কোর্সটি সম্পন্ন করতে শিক্ষার্থী প্রতি ২০০ ইউএস ডলার খরচ হয়, কিন্তু ইউএনডিপি বাংলাদেশ ফিউচারনেশন প্রোগ্রামের মাধ্যমে এই কোর্সগুলি বৃত্তি হিসেবে প্রদান করবে।
ইউএনডিপি বাংলাদেশ ফিউচারনেশন এর প্রেরিত পত্র মোতাবেক (সংযুক্ত ছকে তথ্য পুরণ করে) প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৬ষ্ঠ পর্ব বা তদূর্ধ পর্বের শিক্ষার্থীদের প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে আবেদন করার নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।