কারিগরি ছাত্র আন্দোলন সভাপতিকে একহাত নিলেন আবরার ফাইয়াজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ PM
কারিগরি শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সভাপতি মাসফিক ইসলাম সভাপতিকে একহাত নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাইয়াজ। এ সময় সভাপতির বক্তব্যে ক্ষোভ প্রকাশও করে তিনি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি লেখেন, কারিগরি ছাত্র আন্দোলনের সভাপতি দেখলাম বলছে, ‘বিএসসিরা আমাদের থেকে উচ্চ ডিগ্রিধারী কিন্তু মেধাবী না, উচ্চতর ডিগ্রি থাকা মানেই বেশি মেধাবী না।’
আবরার ফাইয়াজ লেখেন, তো প্রশ্ন হলো, কে বেশি মেধাবী আর কে কম, তার নির্ণায়ক পরীক্ষার ফলাফল নাকি রাস্তা কে বেশি ব্লক করতে পারে সেটা? বিএসসিদের দাবিই তো ১০ম গ্রেডে ডিপ্লোমাদের সাথে পরীক্ষায় বসতে চাওয়া। ডিপ্লোমারা বেশি মেধাবী হলে তো পরীক্ষায় তারাই টিকবে!
তিনি আরও লেখেন, যে আন্দোলনের টপ লিডারদের বোধগম্যতাই এ লেভেলে, সেই আন্দোলনের সাথে যুক্তরা আলোচনার টেবিলে যুক্তিতর্ক উপস্থাপনে হেরে গিয়ে রাস্তা ব্লক করবে এটাই তো এক্সপেক্টেড। তাদের দাবিই এখন সরকার কোনো আলোচনা চালাতে পারবে না বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবি নিয়ে। মামার বাড়ির আবদারের ডেফিনেশনেও তো এ দাবি ছোট হয়ে যাচ্ছে।