ইউনিভার্সিটি টিচার্স ফোরামের লোগো © সংগৃহীত
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ঐক্য, মর্যাদা, দায়বদ্ধতা ও সামাজিক ভূমিকা পুনঃনির্ধারণের লক্ষ্যেকে সামনে রেখে আত্নপ্রকাশ করতে যাচ্ছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)। আগামীকাল শুক্রবার (৭ অক্টোবর) পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত সংগঠনটি আত্মপ্রকাশ করবে।
বিষয়টি আজ বৃহস্পতিবার (৬ অক্টোর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান সংগঠনটির আহবায়ক অধ্যাপক ড. সিরাজুল ইসলাম।
আরও পড়ুন: স্কাউটসের উপ-প্রধান কমিশনার থেকে বিএনপিতে, এখনও পদে থাকা ‘বেআইনি’ বলছে বাংলাদেশ স্কাউটস
বার্তায় বলা হয়, জ্ঞাননির্ভর, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গড়া সংগঠনের আত্নপ্রকাশ অনুষ্ঠান বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে সকাল ৯ টায় শুরু হবে মূল অনুষ্ঠান।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সকল শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।