ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষকরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০২:৫৬ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৩:০৬ PM
বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা পূর্বঘোষণা অনুযায়ী শাহবাগ মোড় অবরোধ করেছেন। এর ফলে শাহবাগ ও আশপাশের রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের থামানোর চেষ্টা করে।
তবে শিক্ষকরা সেই ব্যারিকেড ভেঙে দুপুর ২টা ৩ মিনিটে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। বর্তমানে তারা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সেখানে স্লোগান দিচ্ছেন ও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এর আগে কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১টা ৪০মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দেন শিক্ষকরা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, পুলিশের ব্যারিকেড ভেঙ্গে শাহবাগে অবস্থান নেন শিক্ষকরা। এ সময় তাদের হাতে ব্যানার, ফেস্টুনের মাধ্যমে তারা নিজেদের দাবি দাওয়া প্রদর্শণ করছেন। কেউ কেউ ‘বেতন বৈষম্য দূর করো’, ‘শিক্ষকের মর্যাদা রক্ষা করো’ এমন নানা স্লোগানে মুখর করে রেখেছেন শাহবাগ এলাকা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে বলে জানান শিক্ষক নেতারা। শাহবাগ অবরোধের কারণে আশপাশের এলাকাগুলোতে যানজট সৃষ্টি হয়েছে। কেউ বিকল্প পথে গন্তব্যস্থলে যাচ্ছেন।
আরও পড়ুন: আজই প্রজ্ঞাপন চান শিক্ষকরা, সম্ভাবনা কতটুকু?
এদিকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারি ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, বেলা ১২টা ৪৫মিনিটে এনসিপির সিনিয়র নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনার আসবেন। এ জন্য ব্লকেড শাহবাগ কর্মসূচি কিছুটা বিলম্বে শুরু হবে।
শিক্ষকদের তিন দফা দাবিগেুলো হলো- মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সচিবালয়ে অভিমুখে করা লং মার্চ শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে হাইকোর্টের সামনে শিক্ষকরা বসে পড়েন। এ সময় প্রেস ক্লাব ও আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাতায়াতকারী মানুষ। পরে রাত সাড়ে আটটার দিকে শহীদ মিনারে ফিরে যান তারা।