‘শিক্ষকদের দাবি মেনে নিন, শ্রেণিকক্ষে ফেরার সুযোগ দিন’

শিক্ষকদের সঙ্গে সংহতি শিক্ষার্থীদের
শিক্ষকদের সঙ্গে সংহতি শিক্ষার্থীদের  © টিডিসি ফটো

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও ৭৫ শতাংশ হারে উৎসব ভাতার দাবিতে কর্মবিরতি করে টানা কয়েকদিন ধরে রাজধানীতে নানা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তিন দফা দাবিতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষকরা ১৩ অক্টোবর সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।

শিক্ষা প্রতিষ্ঠান টানা তিন দিনের কর্মবিরতিতে থাকায় শিক্ষা ব্যাবস্থায় সংকট তৈরি হচ্ছে। শ্রণিকক্ষে পাঠদান না থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে ফিরে যাচ্ছে। অভিভাবকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতিও কম দেখা যাচ্ছে। 

আরও পড়ুন: বুয়েট ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে কমিটি গঠন

এদিকে আজ (১৫ অক্টোবর) বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে  নাজিরপুর উপজেলার মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফেরার জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ মিছিলে ‘শিক্ষকরা রাস্তায় কেন, প্রশাসন জবাব চাই’, ‘শিক্ষকদের দাবি মেনে নিন, শ্রেণিকক্ষে ফেরার সুযোগ দিন’ সহ বিভিন্ন স্লোগান দেয় তারা। 

অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাহনুমা নূর অন্তিকা বলেন, টানা তিন দিন ধরে আমাদের ক্লাস হয় না, আমারা ক্লাসে ফিরতে চাই। শিক্ষা উপদেষ্টার প্রতি অনুরোধ করছি, আমাদের শিক্ষকদের দাবি মেনে নিয়ে, আমাদের ক্লাসে ফেরার সুযোগ করে দিন।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাজনিন বলেন, শিক্ষকরা রাস্তায় থাকবে, মার খাবে আর আমরা ক্লাস করাবো তা হবে না। শিক্ষদের দাবি মেনে নিয়ে আমাদের ক্লাসে ফেরার সুযোগ করে দিতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতাপ মিস্ত্রী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা ও ১৫০০ টাকা মেডিকেল ভাতা এটা আমাদের শিক্ষকদের প্রাণের দাবি। ঢাকায় আন্দোলনরত এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে আমাদের সমর্থন আছে।


সর্বশেষ সংবাদ