ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি: ঢাবি সাদা দল

ভাষা সৈনিক আহমদ রফিক
ভাষা সৈনিক আহমদ রফিক  © ফাইল ফটো

ভাষাসৈনিক, শিক্ষাবিদ, কবি, প্রবন্ধকার, গবেষক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। আজ শুক্রবার (৩ অক্টোবর) সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক শোকবার্তায় মরহুম আহমদ রফিকের প্রতি গভীর শ্রদ্ধা জানান। 

শোকবার্তায় তারা বলেন, আহমদ রফিক ছিলেন মহান ভাষা আন্দোলনের একজন বীর সেনানী। ৬৯'র গণ-অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণসহ এ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছেন। বিশেষ করে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ও সাহিত্য-সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। ব্যক্তি জীবনে তিনি একজন চিকিৎসক ছিলেন। তিনি সাহিত্য-সংস্কৃতি বিকাশসহ নানা সেক্টরে অসামান্য অবদান রেখেছেন। আহমদ রফিকের কর্মময় জীবন দেশের মানুষকে সব সময় প্রেরণা জোগাবে।

ঢাবি সাদা দলের নেতারা শোকবার্তায় বলেন, মরহুম আহমদ রফিক একজন রবীন্দ্র গবেষক হিসেবেও সুপরিচিত। তিনি শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। তিনি ছিলেন প্রগতিশীল বুদ্ধিবৃত্তিক চিন্তার মানুষ। তার চিন্তা ও কর্মের মাধ্যমে সমাজ প্রগতির সংগ্রামে নিয়োজিত নেতাকর্মীদের ও সাধারণ মানুষকে প্রভাবিত করেছেন। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। আমরা তার জীবন-সংগ্রামের প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করছি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!