১১তম গ্রেডে বেতনসহ তিন দাবিতে মহাসমাবেশের ঘোষণা প্রাথমিক শিক্ষকদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১০:২২ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ PM
১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী ৩০ আগস্ট এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সারাদেশ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেবেন। আজ সোমবার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষক নেতারা।
প্রাথমিক শিক্ষকদের ছয়টি সংগঠনের জোট ‘সহকরী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ কর্মসূচির ডাক দিয়েছেন। তাদের দাবিগুলো হলো- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে এন্ট্রি পদ সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দেওয়া, শতভাগ পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন করা।
আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানের ইতিহাস যোগ হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির বইয়ে
সমাবেশ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছেন জানিয়ে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘লক্ষাধিক শিক্ষক কর্মসূচিতে আসবেন বলে আশা করছি। সরকারকে সময়সীমা বেঁধে দিলেও দাবি পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এজন্য মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছি।’