৪৯তম বিসিএস

ফাজিল-কামিল পড়ে বিসিএস ক্যাডার হলেন ইখতিয়ার

১৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ PM
ইখতিয়ার উদ্দিন মো. ওজায়ের

ইখতিয়ার উদ্দিন মো. ওজায়ের © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে সাময়িকভাবে ৬৬৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার শিক্ষা ক্যাডারে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সুপারিশ প্রাপ্ত হয়েছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার সন্তান ইখতিয়ার উদ্দিন মো. ওজায়ের।

জানা যায়, ওজায়ের নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার এক শিক্ষানুরাগী পরিবারের সন্তান। ইখতিয়ার উদ্দিন মো. ওজায়ের ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসা থেকে সিজিপিএ ৪.০০ নিয়ে ২০১৮ সালে স্নাতক (ফাজিল) ডিগ্রি অর্জন করেন। ২০২১ সালে একই প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর (কামিল) সম্পন্ন করেন ৪.৭৫ জিপিএসহ। ইতোমধ্যে ২০২০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হন তিনি। পরে বিভিন্ন সময়ে প্রায় দশের অধিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। ২০২৪ সালে উপজেলা ভিত্তিক মাস্টার ট্রেইনার নির্বাচনে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে প্রথম স্থান অর্জন করেন।

আরও পড়ুন: ইতিহাস বিভাগে প্রথম নীলফামারীর সোহেল

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওজায়ের বলেন, ‘আলহামদুলিল্লাহ, এই অর্জন আমার পিতা-মাতা, শিক্ষক ও পরিবারের সবার দোয়া ও পরিশ্রমের ফল। ছোটবেলা থেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ লাভের পর দীর্ঘ ছয় বছর ব্যাপী শিক্ষা বিষয়ক বিভিন্ন সরকারি প্রশিক্ষণ ভাইভাতে পেশাদারিত্ব ও মানসিক স্থিরতা প্রদর্শনে সহায়ক হয়।’

তার এই সাফল্যে এলাকায় ও কবিরহাট উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগে আনন্দের জোয়ার বইছে। সবাই মনে করছেন, ওজায়েরের এ অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো নোয়াখালী জেলারই গর্বের বিষয়।

এর আগে মঙ্গলবার রাতে পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ এই বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে। কয়েকটি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।

পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা করবে পুলিশ, পুলিশ করলে কী…
  • ০১ জানুয়ারি ২০২৬
অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা
  • ০১ জানুয়ারি ২০২৬
বিটিআরসির নতুন মহাপরিচালক শাহজাদ পারভেজ মহিউদ্দিন
  • ০১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়াকে মানুষ আবেগ ও চোখের পানি দিয়ে বিদায় দিয়েছে : জ…
  • ০১ জানুয়ারি ২০২৬
মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে: প্রেস সচিব
  • ০১ জানুয়ারি ২০২৬
নববর্ষের রাতে সুইজারল্যান্ডের বার বিস্ফোরণে নিহত ৪০
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!