বাঁ হাতে লিখেই পেয়েছেন জিপিএ-৫, হতে চান ম্যাজিস্ট্রেট 

১২ মে ২০২৪, ০৮:৫৫ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM
হুজাইফা মোল্লা

হুজাইফা মোল্লা © সংগৃহীত

জন্ম থেকেই নেই ডান হাত। বাঁ হাতে লিখেই এসএসসিতে পেয়েছেন জিপিএ-৫ জয়পুরহাটের অদম্য কিশোর হুজাইফা। সে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভানুরকান্দা গ্রামের কৃষক মনজুর রহমান ও শাহানা দম্পতির ছেলে।

শারীরিক প্রতিবন্ধকতা কিংবা দরিদ্রতা কোনোটাই হার মানাতে পারেনি হুজাইফাকে। জন্ম থেকেই হুজাইফা শারীরিকভাবে প্রতিবন্ধী। তার ডান হাতের কুনুইয়ের নিচের অংশ নেই। শিক্ষাজীবনের প্রতিটি শ্রেণিতেই দিয়েছে মেধার পরিচয়। জীবনের সঙ্গে যুদ্ধ করে হাসি ফুটিয়েছেন বাবা-মায়ের মুখে। এবার ম্যাজিস্ট্রেট হওয়ার অদম্য ইচ্ছা নিয়েই পড়াশোনা চালিয়ে যেতে চান হুজাইফা মোল্লা।

প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নকালীন প্রত্যেক শ্রেণিতেই ছিল প্রথম। এরপর সোনামুখী উচ্চবিদ্যালয়ে ভর্তির পর প্রথম হয়ে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণিতে উত্তীর্ণ হয়। পরে অষ্টম শ্রেণিতে দ্বিতীয় হলেও নবম ও দশমে প্রথম স্থান অধিকার করে সে।

হুজাইফা বলেন, জন্ম থেকেই ডান হাত নেই। বাঁ হাত দিয়ে কাজকর্ম করি। নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমার ইচ্ছা বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবো। ইচ্ছা আর চেষ্টা থাকলে কোনো প্রতিবন্ধকতাই কখনও বাধা হতে পারে না, প্রমাণ করে দিতে চাই।

হুজাইফার বাবা মনজুর রহমান বলেন, ছোট থেকে হুজাইফা পড়ালেখায় মেধাবী। সে কখনও নিজেকে প্রতিবন্ধী কিংবা শারীরিকভাবে অক্ষম মনে করে না। পরিবারে অভাব-অনটন থাকায় তাকে নিয়ে বেশ চিন্তিত। তার ফলাফলে আমরা খুব খুশি হয়েছি।

সোনামুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, হুজাইফা বিদ্যালয়ের অন্যতম মেধাবী শিক্ষার্থী। সে হার মানতে রাজি নয়। বাম হাত দিয়ে লিখেই সে প্রথম স্থান অধীকার করেছে। বিদ্যালয় থেকে তাকে উপবৃত্তিসহ সকল সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। আশা করি, সে অনেক ভালো পর্যায়ে যাবে।

হুজাইফাকে সমাজসেবা দপ্তর থেকে আর্থিক ভাতা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজেদুল ইসলাম। তিনি বলেন, আমরা সবসময় তার পাশে আছি। বাঁ হাত দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়ায় তাকে দেখে অনেকে অনুপ্রাণিত হবে।

 
সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে রাজধানীর বাস
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের স্থগিতাদেশ গণতান্ত্রিক অধিকার হরণ ও স্বৈরা…
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9