বাঁ হাতে লিখেই পেয়েছেন জিপিএ-৫, হতে চান ম্যাজিস্ট্রেট 

১২ মে ২০২৪, ০৮:৫৫ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM
হুজাইফা মোল্লা

হুজাইফা মোল্লা © সংগৃহীত

জন্ম থেকেই নেই ডান হাত। বাঁ হাতে লিখেই এসএসসিতে পেয়েছেন জিপিএ-৫ জয়পুরহাটের অদম্য কিশোর হুজাইফা। সে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভানুরকান্দা গ্রামের কৃষক মনজুর রহমান ও শাহানা দম্পতির ছেলে।

শারীরিক প্রতিবন্ধকতা কিংবা দরিদ্রতা কোনোটাই হার মানাতে পারেনি হুজাইফাকে। জন্ম থেকেই হুজাইফা শারীরিকভাবে প্রতিবন্ধী। তার ডান হাতের কুনুইয়ের নিচের অংশ নেই। শিক্ষাজীবনের প্রতিটি শ্রেণিতেই দিয়েছে মেধার পরিচয়। জীবনের সঙ্গে যুদ্ধ করে হাসি ফুটিয়েছেন বাবা-মায়ের মুখে। এবার ম্যাজিস্ট্রেট হওয়ার অদম্য ইচ্ছা নিয়েই পড়াশোনা চালিয়ে যেতে চান হুজাইফা মোল্লা।

প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নকালীন প্রত্যেক শ্রেণিতেই ছিল প্রথম। এরপর সোনামুখী উচ্চবিদ্যালয়ে ভর্তির পর প্রথম হয়ে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণিতে উত্তীর্ণ হয়। পরে অষ্টম শ্রেণিতে দ্বিতীয় হলেও নবম ও দশমে প্রথম স্থান অধিকার করে সে।

হুজাইফা বলেন, জন্ম থেকেই ডান হাত নেই। বাঁ হাত দিয়ে কাজকর্ম করি। নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমার ইচ্ছা বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবো। ইচ্ছা আর চেষ্টা থাকলে কোনো প্রতিবন্ধকতাই কখনও বাধা হতে পারে না, প্রমাণ করে দিতে চাই।

হুজাইফার বাবা মনজুর রহমান বলেন, ছোট থেকে হুজাইফা পড়ালেখায় মেধাবী। সে কখনও নিজেকে প্রতিবন্ধী কিংবা শারীরিকভাবে অক্ষম মনে করে না। পরিবারে অভাব-অনটন থাকায় তাকে নিয়ে বেশ চিন্তিত। তার ফলাফলে আমরা খুব খুশি হয়েছি।

সোনামুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, হুজাইফা বিদ্যালয়ের অন্যতম মেধাবী শিক্ষার্থী। সে হার মানতে রাজি নয়। বাম হাত দিয়ে লিখেই সে প্রথম স্থান অধীকার করেছে। বিদ্যালয় থেকে তাকে উপবৃত্তিসহ সকল সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। আশা করি, সে অনেক ভালো পর্যায়ে যাবে।

হুজাইফাকে সমাজসেবা দপ্তর থেকে আর্থিক ভাতা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজেদুল ইসলাম। তিনি বলেন, আমরা সবসময় তার পাশে আছি। বাঁ হাত দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়ায় তাকে দেখে অনেকে অনুপ্রাণিত হবে।

 
আগামীকাল ফেনী আসছেন তারেক রহমান, পরিচয় করিয়ে দেবেন ১৩ প্রার…
  • ২৪ জানুয়ারি ২০২৬
গলাচিপা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাউফলে ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, ইন স্কটল্যান্ড
  • ২৪ জানুয়ারি ২০২৬
নিমিষেই গলবে পেটের চর্বি, জেনে নিন বিশেষ পানীয় তৈরির উপায়
  • ২৪ জানুয়ারি ২০২৬