রাকিবের পাশে শিবিরের সাবেক সভাপতি

২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ PM
রাকিবুল ইসলাম রাকিব ও জাহিদুল ইসলাম

রাকিবুল ইসলাম রাকিব ও জাহিদুল ইসলাম © টিডিসি সম্পাদিত

ময়মনসিংহে বিএনপির সমাবেশে মঞ্চে তারেক রহমানের পায়ের কাছে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের বসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা। নেটিজনদের জবাব দিয়ে সেসময়কার পরিস্থিতিও ব্যাখ্যা করে ফেসবুকে নিজ অবস্থান জানান রাকিব। নেটিজনদের ব্যাপক ট্রলের শিকারও হচ্ছেন তিনি।

এদিকে রাকিবের পাশে দাঁড়ালেন ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি জাহিদুল ইসলাম। আজ বুধবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে জাহিদ বলেন, ছাত্রদল সভাপতিকে যথার্থ সম্মান দেওয়া উচিত। আদর্শিক ভিন্নতা থাকলেও ছাত্ররাজনীতিতে আমার অন্যতম সহযোদ্ধা ছিল প্রিয় রাকিব ভাই। রাজনৈতিক মঞ্চে বক্তব্য যাই দিক, উনার মাঝে মানবিক সরলতা খুঁজে পেয়েছি। ছাত্রদলের কঠিন মূহুর্তে তিনি নেতৃত্ব দিয়েছেন, এখনো দিয়ে যাচ্ছেন। উনার প্রতি সম্মান দেখানোর মত কমনসেন্স তারেক রহমানের চারপাশের মানুষগুলোর থাকা উচিত। আশা করি সামনের দিনে তারা রাকিব ভাইকে সম্মানজনক স্থানে বসার ব্যবস্থা করে দিবেন।

জানা গেছে, মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহে সমাবেশ করে বিএনপি। এদিন মঞ্চে তারেক রহমানের পায়ের কাছে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের বসা নিয়ে ফেসবুকে ব্যাপক ট্রল হয়েছে। পরে এ ঘটনার ব্যাখ্যা দিয়েছেন ছাত্রদল সভাপতি।

এক পোস্টে রাকিব বলেন, আমার জন্মস্থান ময়মনসিংহে, তাই গতকাল মঙ্গলবার ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করার পরপরই আমাকে ডেকে নিয়ে ঠিক তার পাশে বসার জন্য নির্দেশ দেন। আমি কেডস পরিহিত অবস্থায় থাকায় বসতে সমস্যা হয়। পরবর্তীতে আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন ভাই এসে সুবিধাজনকভাবে চেয়ারম্যান মহোদয়ের ঠিক সামনে পা দুলিয়ে বসার জন্য অনুরোধ জানান।’

চেয়ারম্যানের অনুমতি নিয়েই পা দুলিয়ে ঠিক তার সামনে গিয়ে বসি জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, ‘সত্যি মন থেকে বলছি, আমি অনেক বেশি সম্মানিতবোধ করেছি এ কারণে যে স্টেজে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ৫ টি জেলা বিএনপির সভাপতি, ময়মনসিংহ বিভাগের প্রায় ২৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী থাকা সত্ত্বেও বিশেষভাবে শুধুমাত্র ছাত্রদলের সভাপতি হিসেবে আমাকেই একান্তভাবে ডেকে তার পাশে বসার জন্য নির্দেশ প্রদান করেন। অথচ মূল ভিডিও এড়িয়ে খন্ডিত অংশ প্রচার করে ভিন্নভাবে ন্যারেটিব দাঁড় করানো হচ্ছে।’ 

রাকিব আরও বলেন, ‘মূল ভিডিওটি আপলোড করলাম। আশা রাখছি, সবাই বুঝতে সক্ষম হবে জিয়া পরিবারই নির্যাতিত, মজলুমদের আশ্রয়স্থল। তারা ত্যাগী নেতা-কর্মীদের শ্রম ঘামের মূল্য দিতে জানেন।বিগত সাড়ে পনের বছর ছাত্রদলের পতাকাতলে থেকে দেশের জন্য যারা জীবনবাজি রেখে রাজপথে লড়াই-সংগ্রাম করেছেন, আপনারা বিশ্বাস রাখবেন অবশ্যই আমাদের, আপনাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সবাইকে, যার যার অবস্থান অনুযায়ী যথাযথ মূল্যায়ন করবেন। আমাদের মনে রাখতে হবে, তিনি মাত্র ১ মাস আগে দেশে প্রত্যাবর্তণ করেছেন। আমাদেরকে ধৈর্য্য ও সহনশীলতা নিয়ে তার ভিশনগুলো বাস্তবায়নে কাজ করতে হবে।’ 

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কারিগরি শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ড. …
  • ২৮ জানুয়ারি ২০২৬
স্বাধীনতাবিরোধী দল ধোঁকা দিয়ে ভোট নিয়ে উন্নয়নকে ব্যাহত করছ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্টে টানা দ্বিতীয়বার সেরা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভাতা নয়, কর্মসংস্থানই যুবসমাজের প্রকৃত মুক্তি: ড. ব্যারিস্ট…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভয়ভীতি ও সন্ত্রাস দিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না: প্র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage