জাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজ, সেক্রেটারি মাজহারুল

২৬ জানুয়ারি ২০২৬, ১২:১৯ PM
সভাপতি মোস্তাফিজ আর সেক্রেটারি মাজহারুল

সভাপতি মোস্তাফিজ আর সেক্রেটারি মাজহারুল © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার কার্যনির্বাহী পরিষদ গঠন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে মোস্তাফিজুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাজহারুল ইসলাম।

আজ সোমবার (২৬ জানুয়ারি) জাবি শাখার সদস্যদের নিয়ে আয়োজিত এক ‘সদস্য সমাবেশ’-এ এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। 

সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচনে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মোস্তাফিজুর রহমানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান। নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান শপথ গ্রহণের পর সদস্যদের পরামর্শের ভিত্তিতে মাজহারুল ইসলামকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।

কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। প্রধান অতিথির উপস্থিতিতে জাবি শাখার নতুন সেশনের এই ‘সেটআপ’ সম্পন্ন হয়। নবনির্বাচিত সভাপতির দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

ডানপন্থীদের সমালোচনাকারী বাম-মধ্যমপন্থীদের অনেকেই নারী হয়রা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ইডব্লিউইউ এবং ইউআইইউর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর সই
  • ২৬ জানুয়ারি ২০২৬
৪ ফেব্রুয়ারি বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা শুরুর পর গুগল সার্চে এগিয়ে কোন দল?
  • ২৬ জানুয়ারি ২০২৬
আদালত চত্বরে জয় বাংলা স্লোগান, গ্রেপ্তার ৫
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর চিন্তা পাকিস্তানের, নিষেধাজ্ঞার …
  • ২৬ জানুয়ারি ২০২৬