ওসমান হাদি হত্যার বিচার চেয়ে গাজীপুরে অবরোধ © টিডিসি
শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও গাছা সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টেকনিক্যাল কলেজের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
জানা গেছে, দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী টেকনিক্যাল কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়কে গিয়ে অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা ‘হাদি হত্যার বিচার চাই’, ‘খুনিদের দ্রুত গ্রেপ্তার করো’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, হাদি হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।
সড়ক অবরোধের কারণে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। খবর পেয়ে গাছা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিচারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পরে দুপুর ৩টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।