আবু উবায়দা © ফাইল ছবি
সব ইসলামিক নাশিদ অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দিয়েছেন ‘হাদির জিন্দাবাদ’ গানের জনপ্রিয় ইসলামী নাশিদ শিল্পী আবু উবায়দা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে আবু উবায়দা জানান, ‘আজ থেকে আমার সব ইসলামিক নাশিদ অনুষ্ঠান স্থগিত ঘোষণা করলাম। যাদের কাছ থেকে অনুষ্ঠান নিয়েছিলাম, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
উল্লেখ্য, সম্প্রতি আলোচনায় আসে আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ ওসমান বিন হাদিকে নিয়ে গাওয়া গান ‘হাদির জিন্দাবাদ’। গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং সংগীতপ্রেমী মানুষের হৃদয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গানটি লিখেছেন জিয়া হক।