হাদি হত্যা মামলা
ব্রিফ করছেন আইনজীবীরা © টিডিসি ফটো
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় চার্জশিট গ্রহনযোগ্যতার বিষয় শুনানি আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ধার্য করা হয়েছে। আজ সোমবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। পাশাপাশি এ মামলায় রাষ্ট্রপক্ষকে সাহায্যের জন্য তিন আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে এ আদালত থেকে নিয়োগ দেওয়া হয়েছে।
তারা হলেন-সিনিয়র আইনজীবী আব্দুস সোবহান তরফদার। ব্যরিস্টার এস এম মইনুল করিম। সহকারী এটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুল।
এদিন সকাল ১১ টার দিকে আদালতে আসেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, শান্তা আক্তারসহ অনেকে। মামলার বাদী আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষীসেলে দাড়িয়ে আদালতের কাছে এ মামলায় নিয়োগপ্রাপ্ত আইনজীবীদের আবেদনের সাথে সম্মতি জানান।
আরও পড়ুন:জিএসটি গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে ফের ভর্তি আবেদন শুরু
আদালতে আইনজীবীরা চার্জশিট পর্যালোচনার জন্য আগামী দুই দিন মঙ্গলবার এবং বুধবার সময় চান। পর্যালোচনা শেষে আগামী বৃহস্পতিবার তারা চার্জশিট গ্রহণ বা নারাজির বিষয়ে সিদ্ধান্ত দিবেন। পরে আদালত তাদের আবেদন গ্রহণ করে দুইদিন সময় দেন।
শুনানি শেষে আইনজীবীরা সাংবাদিকদের বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি বলতেন,আমার শত্রুর সাথেও ন্যায় বিচার করতে চাই"এ কথাকে মাথায় রেখে আমরা এ মামলার চার্জশিট নিয়ে আরও স্টাডি করতে চাই। যেনো কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি না পায়।এ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার ১৭ জনের মধ্যে ৯ জন জবানবন্দি দিয়েছে।
এরআগে গত (৬ জানুয়ারি) মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। বুধবার (৭ জানুয়ারি) বিচারক জশিতা ইসলাম চার্জশিটটি ‘দেখিলাম’ বলে স্বাক্ষর করেন। এরপর চার্জশিটে কোনো আপত্তি রয়েছে কি না, সে বিষয়ে বক্তব্য শুনতে বাদীকে আজ ১২ জানুয়ারি আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।