শহীদ ওসমান হাদি বহুমুখী গবেষণা কেন্দ্র © টিডিসি ফটো
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) প্রস্তাবিত নতুন গবেষণা ভবনের নামকরণ করা হয়েছে ‘শহীদ ওসমান হাদি বহুমুখী গবেষণা কেন্দ্র’। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের জন্য বড় বাজেটের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় ডুয়েটের চারতলা বিশিষ্ট পুরাতন একাডেমিক ভবন ভেঙে সেখানে ১৭ তলা বিশিষ্ট একটি আধুনিক গবেষণা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ভবনের নাম শহীদ ওসমান হাদির নামে প্রস্তাব করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এরই ধারাবাহিকতায় শনিবার শিক্ষার্থীরা পুরাতন একাডেমিক ভবনের সামনে ‘শহীদ ওসমান হাদি বহুমুখী গবেষণা কেন্দ্র’ নামসংবলিত একটি ব্যানার টাঙিয়ে দেন।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যানার টাঙানোর ছবি পোস্ট করেন ডুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুর রহমান পার্থ। পোস্টে তিনি লেখেন, ‘শহীদ শরিফ ওসমান হাদি এদেশের আজাদীর আন্দোলনের কণ্ঠস্বর। এদেশে ইনসাফভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন দেখাতে যুগে যুগে এমন ওসমান হাদির প্রয়োজন। এজন্য ওসমান হাদিকে পরিচয় করিয়ে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে। এম-ডুয়েট প্রকল্পে প্রস্তাবিত ১৭ তলা বিশিষ্ট ভবনের নাম শহীদ ওসমান হাদি বহুমুখী গবেষণা কেন্দ্র। শহীদ ওসমান হাদি বাঁচুক যুগ যুগান্তরে।’