শায়েস্তাগঞ্জ থানায় দুঃখ প্রকাশ বৈষম্যবিরোধী নেতাকর্মীদের © টিডিসি ফটো
জামিনে মুক্তি পাওয়ার পর হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানায় উপস্থিত হয়ে সম্প্রতি সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সোমবার (৫জানুয়ারি) সন্ধ্যায় জেলা কমিটির প্ল্যাটফর্ম সদস্যরা শায়েস্তাগঞ্জ থানায় ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করে এ দুঃখ প্রকাশ করেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা আহ্বায়ক আরিফ তালুকদার বলেন, গত ২ জানুয়ারি আমাদের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আমরা অনুতপ্ত। এ বিষয়ে থানার ওসির সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করতে এসেছি। পুলিশ আমাদের বন্ধু, জনগণের বন্ধু। আমরা আইনকে শ্রদ্ধা করি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মাহদী হাসান জামিনে মুক্ত হয়েছেন।
আরও পড়ুন: সেই সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন সুরভী
তিনি আরও বলেন, আমরা চাই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হোক, সবার জন্য আইন সমান হোক। অনেক সময় আমাদেরকেই মাঠে নেমে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হয়। সুরভী নামের জুলাইযোদ্ধার ঘটনায় আমরা তা দেখেছি- যেখানে ১৭ বছর বয়সী মেয়েটিকে ২১ বছর দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়েছিল। আন্দোলনের ডাক দেওয়ার পরই সে মুক্তি পায়।
আরিফ তালুকদার বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না। যে বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, সেই ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে আমরা পুলিশকে সহযোগিতা করবো। একই সঙ্গে পুলিশ প্রশাসনের প্রতিও আহ্বান- ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে। শেষে তিনি জুলাই আন্দোলনের যোদ্ধা হাদি হত্যার দ্রুত বিচার দাবি করেন।