মাহাদী হাসান © সংগৃহীত
গণঅভ্যুত্থানের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দেওয়ার বিষয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসানকে জামিন দিয়েছেন আদালত। রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। মাহাদী হাসানের আইনজীবী এম এ মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ৮টায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আবদুল মান্নানের আদালতে পাঠায়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহাদীকে গ্রেফতার দেখানো হয়।
এদিকে মাহাদীর মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। নিরাপত্তার স্বার্থে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে শনিবার রাত পৌনে ৮টায় হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ মাহাদীকে আটক করে। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়। ঘটনার পর সংগঠনটির নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হয়ে রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাহাদীকে পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”
উল্লেখ্য, শুক্রবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় আটক বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নয়নকে ছাড়িয়ে আনতে গিয়ে মাহাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে উত্তেজিত হয়ে কথাবার্তা বলেন। ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মাহাদীকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়। চিঠিটি শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরের সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত হয়ে তাকে পাঠানো হয়। বিষয়টি সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশিত হয়।